Home » আত্রেয়ীর বেহাল দশা, রাজ্যের সদিচ্ছার অভাবেই প্রকল্পের কাজ এগোচ্ছে না, তোপ বিধায়কের

আত্রেয়ীর বেহাল দশা, রাজ্যের সদিচ্ছার অভাবেই প্রকল্পের কাজ এগোচ্ছে না, তোপ বিধায়কের

সময় কলকাতা ডেস্কঃ পুর ভোটের আগে দক্ষিন দিনাজপুরে বালুরঘাট হিলি রেল প্রকল্পের ইস্যুকে খুঁচিয়ে তুলতে চাইছে বিজেপি। একই সঙ্গে এই জেলার প্রাণ আত্রেয়ী নদী ও একটি খাঁড়ির বেহাল দশা নিয়ে  সোচ্চার বালুর ঘাটের বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী। তাঁর দাবি হিলি বালুরঘাট রেল প্রকল্প কিম্বা আত্রেয়ী নদী ও খাঁড়ির সৌন্দার্যায়নে অর্থ দিতে তৈরী কেন্দ্রের মোদী সরকার। শুধু মাত্র রাজ্য  সরকারের গড়মসির কারনেই আজও শেষ হচ্ছে না হিলি বালুরঘাট রেল প্রকল্পের কাজ। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী দাবি করেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈশ্য তাঁকে কথা দিয়েছেন এই রেল প্রকল্পের জন্য অর্থ কখনই সমস্যার হবে না। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর দাবি রাজ্য সরকার এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহন করতে কত টাকা লাগবে, সেটা জানালে রেল দপ্তর দ্রুত সেই টাকা পাঠিয়ে দেবে বলে রেল মন্ত্রী তাঁকে কথা দিয়েছে। বরং মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন শিলান্যাস করা প্রকল্পকে শেষ করতে চান না বলেই ঝুলিয়ে রেখেছেন জমি অধিগ্রহনের কাজ। তাঁর আরো দাবি এই প্রকল্প শেষ হলে শুধু দিনাজপুর নয় সমগ্র উত্তর বঙ্গের অর্থনৈতিক চেহারা পরিবর্তন হয়ে যাবে।   রাজ্যে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি এই বালুরঘাটের সাংসদ বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারের শহরে বিধায়ক হিসাবে লড়তে গিয়ে আত্রেয়ী নদী ও খাঁড়ির অবস্থা দেখে দুঃখ পেয়েছিলেন অশোক লাহিড়ী। এই দিন তিনি দাবি করেন বালুরঘাটের আত্রেয়ী নদী ও খাঁড়ি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব তিনি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে ছিলেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার তাঁর পাঠানো প্রকল্পকে অনুমোদন করেছে বলে দাবী করেন বালুরঘাটে জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী বলেন, ভারত সরকারের নমামী-গঙ্গে নামে একটি প্রকল্প আছে।সেই প্রকল্পে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। বালুরঘাট শহরের উন্নয়নের জন্য ঐতিহ্যবাহী আত্রেয়ী নদী ও তার খাঁড়ি সংস্কার বিশেষ প্রয়োজন তা নিয়ে তিনি কেন্দ্রী সরকারকে জানিয়ে ছিলেন।বিধায়ক অশোক লাহেড়ীর দাবী শহরের মধ্যে আত্রেয়ী নদীর  কল্যাণী সদর ঘাট এবং কংগ্রেস ঘাট খুবই দুরবস্থায় রেয়েছে।নদী ও খাঁড়ি সংস্কারের প্রস্তাব দিয়ে দিল্লির সংশ্লিষ্ট দফতরে অশোকবাবু চিঠি দিয়েছিলেন দাবী তাঁর। সেই চিঠির ভিত্তিতে কেন্দ্র রাজ্য সরকারের কাছে আত্রেয়ী নদী উন্নয়নের প্ল্যান ও এস্টিমেট চেয়ে পাঠিয়েছে দাবী বালুরঘাটের  বিধায়ক অশোক লাহেরীর।বালুরঘাটের বিজেপি বিধায়কের এই দিন বলেন , রাজ্য সরকার দ্রুত আত্রেয়ী নদী ও খাঁড়ি উন্নয়নে খসড়া পরিকল্পনা করে পাঠালে কেন্দ্রী অর্থে রাজ্যে উন্নয়নের কাজ শুরু হবে। তার জন্য রাজ্য সরকার ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কাছে আবেদনও করবেন। তার দাবি বালুরঘাট শহরের মত মহারাষ্ট্রের পুণে শহরে একটি খাঁড়ি আছে। সেই খাঁড়িকে কাজে লাগিয়ে মহারাষ্ট্র সরকার উন্নয়ন ও সৌন্দার্যায়ন করে বাগান, প্রাত:ভ্রমণ ও নানাবিধ মনোরম পরিবেশ গড়ে তুলেছে। তেমনি সুন্দর একটি নদীর পাড় খাঁড়ির পাড় চান তিনি বালুরঘাটে। তাই কেন্দ্রীয় সরকারের থেকে অর্থের ব্যবস্থা তিনি করেছেন।হিলি বালুরঘাট রেল প্রকল্প কিংম্বা আত্রেয়ীর সংস্কার সবই এখন রাজ্যের উপর নির্ভর করছে।

 

 

About Post Author