সময় কলকাতা ডেস্ক : গান স্যালুটে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল করে গীতশ্রীর দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে কিংবদন্তিকে বিদায় জানান অনুরাগীরা।
বাংলার সংগীতের ইতিহাসে এক স্বর্ণযুগের অবসান হল। মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত ছিল গীতশ্রীর দেহ। বুধবার বেলা ১২ টা থেকে ৫ টা পর্যন্ত শিল্পীর নশ্বর দেহ শায়িত ছিল রবীন্দ্রসদনে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সকলে। আজ, কোচবিহার সফর থেকে ফিরে সরাসরি রবীন্দ্রসদনে চলে যান মুখ্যমন্ত্রী। গীতশ্রীকে শেষ শ্রদ্ধা জানান তিনি।
মুখ্যমন্ত্রী-সহ কেওড়াতলা মহাশ্মশানে পথে গীতশ্রীর মরদেহ নিয়ে হেঁটেছেন অগুন্তি মানুষ।গোটা শেষ যাত্রা জুড়ে বাজানো হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মরণীয় সব গান। চোখে জলে ভাসলো আপামর বাঙালি।
More Stories
বলিউডে ইন্দ্রপতন : প্রয়াত জুনিয়র মেহমুদ
প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়
রাজকুমার কোহলির আচমকা মৃত্যু, শোকের ছায়া বিনোদন জগতে