সময় কলকাতা, অমলেন্দু মন্ডল:
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচন।বীরভূমেও ৫ টি পুরসভার নির্বাচন, ইতিমধ্যেই বেশ কিছু আসন বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করেছে তৃণমূল।তবে বাকি যে সমস্ত আসনে নির্বাচন হবে সেখানে বিরোধীদের প্রচার নেই বললেই চলে। রামপুরহাট পুরসভাতে মোট ১৮ টি ওয়ার্ডের মধ্যে ৫ টি আসনে ইতিমধ্যেই জয়ী তৃণমূল, নির্বাচন হবে বাকি ১৩টি ওয়ার্ডে।
রামপুরহাট মহিলা তৃণমূল কংগ্রেস প্রতিটি ওয়ার্ডে কোমড় বেঁধে নেমে পড়েছেন প্রচারে। তৃণমূল মহিলা জেলা সভাপতি সাহারা মন্ডল ও রামপুরহাট টাউন মহিলা সভাপতি শংকরী ব্যানার্জ্জীর নেতৃত্বে, রামপুরহাট ১১ নং ওয়ার্ডে ও ৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক প্রচার করা হয়। ১১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি, জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি, ও প্রাক্তন চেয়ারম্যান, তিন নম্বর ওয়ার্ডে এবারে তৃণমূল প্রার্থী নতুন মুখ অর্ণব গাঙ্গুলী। দুজনের সমর্থনেই মহিলা তৃণমূল কংগ্রেস প্রচার করেন।
জেলা তৃণমূল মহিলা সভাপতি সাহারা মন্ডল জানান, ‘আমরা প্রতিদিন কোন না কোন ওয়ার্ডে প্রচার করছি আমাদের প্রার্থীদের সমর্থনে। আমরা নিশ্চিত এবারের নির্বাচনে আমরা সব কটি ওয়ার্ডেই জয় লাভ করবো।’
১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মির সমর্থনে, কলকাতা কর্পোরেশন এর কাউন্সিলার শাম্মী জাহান প্রচারে আসেন। তবে পুরো সাদা নির্বাচনী প্রচারে অন্যান্য দলের প্রচার সেভাবে চোখে পড়ছে না বললেই চলে।
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
মদন মিত্র : কেন বাইপ্যাপ সাপোর্ট? শারীরিক অবস্থার অবনতির পরে এখন কেমন আছেন কামারহাটির বিধায়ক ?
পড়ে গিয়ে হিপ ফ্র্যাকচার হয়ে হাসপাতালে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও