সময় কলকাতা ডেস্কঃ দুয়ারে পুর ভোট। ২৭ সে ফেব্রুয়ারি ১০৮ টি পুরসভার নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে কলকাতা সহ চার পুর নিগমের ভোটে ভরা ডুবি বিজেপির। এখন ১০৮ টি পুরসভার ভোট নিয়ে প্রচার তুঙ্গে। এবার উত্তর ২৪ পরগনা জেলা সদর শহর বারাসাতে বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচারে এসে তৃণমুলের সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হলেন প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা।বৃহস্পতিবার সকালে বারাসাত পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিল্টু দাস-এর হয়ে প্রচারে আসেন তিনি।পূর্বমেদিনীপুরে ময়নার বিধায়ক এদিন বারাসাতে এসে বলেন বিধানসভা ভোটে তারা ৭৭ টি আসন জিতেছেন। মোট দু কোটি আঠাশ লাখ মানুষ এই রাজ্যে ভোট দিয়েছে বিজেপিকে।তারপর কর্পোরেশন ভোটে ফল বলে দিচ্ছে এই রাজ্যের শাসক দল পুলিশকে ব্যবহার করে ব্যাপক ভোট লুঠ করে জিতেছে।প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা এই দিন বলেন ময়না বিধান সভার গণনা কেন্দ্রে তিনি খেলোয়াড়ের লড়াই এর মানসিকতা নিয়ে শেষ বল পর্যন্ত লড়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন।তার দা্বি গত বিধান সভা ভোটের গণনার সময় তাঁদের কর্মীরা গণনা কেন্দ্রে মাটি কামড়ে লড়াইটা করতে পারে নি। আর তার জন্যই বিধানসভা ভোটের জয় থেকে ছিটকে গিয়ে্ছে তারা,এমনটাই অভিযোগ তাঁর। এইদিন বারাসাতের প্রচারে এসে ময়নার বিধায়ক অশোক দিন্দা আরও অভিযোগ করেন পুলিসকে সঙ্গে নিয়ে শাসক দল একের পর এক ভোট জিতেছে।পুলিসের আচরন তৃণমূলের কর্মীর মত। আমরা মানুষের উপর আস্থা রাখছি। এখন না হলে ভবিষ্যৎ-এ মানুষ তৃণমূলের উপর বিতশ্রদ্ধ হয়েই বিজেপিকে এ রাজ্যে ক্ষমতায় আনবে। তাই শত প্রতিকূলতা সত্বেও তারা মানুষের কাছে পৌছাতে চাইছে এই পুরভোটে।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন আমি একজন খেলোয়ার, আমি সব সময় খেলার লাস্ট বল পর্যন্ত খেলার চেষ্টা করি কোন মতেই হাল ছাড়ি না ।তাই আমাদের বিরোধী দলনেতা যে কথা বলেছেন যে, পৃথিবী গো্, সময় একদিন নিশ্চয়ই আমাদের আসবে। ক্যাডার বাহিনী দিয়ে তৃণমূল সরকার চলছে তার সাথে পুলিশে যোগ দিয়েছে। সুযোগ একদিন আসবেই সময় আসবে সেদিন সুযোগের সদ্ব্যবহার আমরাও করব।
More Stories
পাখি দেখায় বাদ সাধছে কচুরিপানা : প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মাঝিদের বিপন্নতা দূর করার উদ্যোগ
ঘুমন্ত স্বামীকে গলার নলি কেটে খুন করল স্ত্রী, নেপথ্যে কী কারণ? খোদ জানালেন অভিযুক্ত
বাংলাদেশের শিল্পীকে বয়কট : মধ্যমগ্রাম পরিবেশমেলায় রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক সামাজিক যোগাযোগ মাধ্যমে