Home » ভাটপাড়ায় অপহৃত বিজেপি প্রার্থীকে দিয়ে মুচলেকা লেখানোর অভিযোগ তৃণমূল বিধায়কের অফিসে

ভাটপাড়ায় অপহৃত বিজেপি প্রার্থীকে দিয়ে মুচলেকা লেখানোর অভিযোগ তৃণমূল বিধায়কের অফিসে

সময় কলকাতা ডেস্কঃ ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিক। তাকে অপহরণ করা  হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিযোগের তির তৃণমূল আশ্রিত বিপিন সাউ ও সুজিত সাউ নামে ২ দুস্কৃতির বিরুদ্ধে। অপহৃত বিজেপি প্রার্থীর বাড়ি ভাটপাড়ার স্থিরপাড়া দক্ষিণ পল্লী এলাকায়।অপহরনের ঘটনাটি ঘটে বুধবার সকালে। অভিযোগ এদিন সকালে রঞ্জিতের বাড়িতে এসে তাকে ও তার ভাইকে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত ওই দুই দুস্কৃতি। এরপরে অপহৃত দুই ব্যক্তিকে স্থানীয় এক ক্লাবের মাঠের কাছে একটি পরিত্যক্ত ঘরে ঘন্টা খানেক আটকে রাখে বলে  অভিযোগ ওঠে দুস্কৃতিদের বিরুদ্ধে। এরপর জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অফিসে নিয়ে গিয়ে জোর করে তাকে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়,  এই বলে যে, নির্বাচন থেকে সরে আসতে হবে  এবং তৃণমূলে যোগ দিতে হবে। এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী রঞ্জিত মল্লিকের।খোদ সাংসদ অর্জুন সিং গড়ের এই অপহরণের  ঘটনায় তীব্র নিন্দা করেছেন বিজেপির জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি। তিনি বলেন,  সন্ত্রাস জারি রেখে ভোট লুঠের খেলায় মেতেছে শাসকদল তৃণমূল। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।

About Post Author