সময় কলকাতা ডেস্কঃ পুর ভোটে মানুষ নিজের ভোটটা নিজেই দিক।সেটা হলেই বাঁচবে বাঙালির জাতিসত্বা। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বিহার ও উত্তর প্রদেশের ভোট লুঠের কথা বলতেন। আর এখন বিহার ও উত্তর প্রদেশের ভোটে বাংলার ভোট লুঠ ইস্যু হচ্ছে। এটা বাঙালির জাতিসত্বার কাছে লজ্জার।বাদুড়িয়াতে পুরভোটের প্রচারে এসে এই ভাবেই রাজ্য প্রশাসন বিঁধলেন রাজ্য বিজেপির তফসিলি মোর্চার সভাপতি সুদীপ দাস। তাঁর আক্ষেপ বাংলায় ভোটে কেন্দ্রীয় বাহিনী আসা বাংলার লজ্জা। মানুষ এখন যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই ব্যবস্থা কেন হবে না। কেন এত হিংসা। উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বাদুড়িয়াতে এসে রাজ্য বিজেপির তফসিলি মোর্চার সভাপতি সুদীপ দাস বলেন, তিনি প্রচারে বাড়ি বাড়ি যাচ্ছেন। ভালো সাড়াই পাচ্ছেন। মানুষ তাঁদের কাছে শুধু মাত্র একটাই দাবি করছে তারা যেন নিজের ভোটটা নিজেই দিতে পারেন। বিধাননগর কিম্বা কলকাতা কর্পোরেশনের মত ভোট যাতে লুঠ না হয় এই পুরভোটে। রাজ্যে ভোটে হিংসা আর ভোট লুঠ নিয়ে শাসক দলকে আক্রমন করেন তিনি। তাঁর অভিযোগ এই রাজ্যে শাসক দল সিপিএমের ভালো ছাত্রে পরিনত হয়েছে। রাজ্যে লোকসভা কিম্বা পুরসভা ভোট হোক সব সময় ভোটার লিস্ট থেকে বুথ সব জায়গায় বৈঞ্জানিক রিগিং করতো সিপিআইএম। সেই রিগিংকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তিনি আরও অভিযোগ করেন বর্তমানে তৃণমূল কংগ্রেস সিপিআইএমের বৈঞ্জানিক রিগিং এর পথ ছেড়ে খুল্লাম খুল্লা ভোট লুঠের রাজনীতি করছে। মানুষ ভোট দিতে চায়। মানুষ তাঁর গণতান্ত্রিক অধিকার রক্ষায় বুথে যেতে চায়। সেটা প্রশাসনের নিশ্চিত করা উচিৎ। এই দিন বাদূড়িয়া পুরসভার আট নং ওয়ার্ডের মন্মথ বাছাড়ের হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন রাজ্য বিজেপির তফসিলি মোর্চার সভাপতি সুদীপ দাস।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
ঘুষ নেওয়া বন্ধ করুন নইলে ভিক্ষা করুন, বিএলআরও আধিকারিককে চামড়া তুলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের
Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু