সময় কলকাতাঃ এবার রেল পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। জি আর পি তে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া সাঁকরাইল থানার মানিকপুর তদন্তকেন্দ্র এলাকায়।লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুভাষচন্দ্র প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক শালিমার জিআরপিতে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত। তিনি সাঁকরাইলের নলপুর বেথিয়াড়ি এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সে নিজেকে এলাকায় জিআরপির স্টাফ বলে পরিচয় দিত। এই সুযোগে কাজে লাগিয়ে এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে কাউকেই চাকরি দিতে পারেননি তিনি। এরপরই সুমিত সরকার নামে এক প্রতারিত সুভাষচন্দ্র প্রামাণিকের নামে মানিকপুর তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ।
জানা গিয়েছে, চাকরি দেওয়ার নামে সমীরবাবুর থেকে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং সব মিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই অভিযুক্ত । তবে আর কোথায় কোথায় তিনি প্রতারণা করেছেন তা তদন্ত করে দেখছে পুলিশ।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
বিচারের বাণী: ধনঞ্জয়ের ফাঁসি
১৩ মাসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় :মাটিগাড়ায় ধর্ষণ-খুনের সাজা ফাঁসি, নির্দেশ দিল শিলিগুড়ি আদালত