জয়ন্ত দাস, সময় কলকাতা বীরভূম: রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে বন্ধ কারখানা খোলার দাবিতে জোট বাঁধল বামফ্রন্ট ও তৃণমূল । বীরভূমের সিউড়ি ১ ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জাতীয় সড়কের পাশে রয়েছে একটি মিকি মেটাল নামে একটি স্পঞ্জ আয়রন কারখানা । দীর্ঘদিন ধরেই মাঝে মধ্যেই কারখানাটি বন্ধ থাকছিল ।বুধবার আচমকাই কারখানার গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বন্ধ কারখানা খোলার দাবিতে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে জোট বেঁধে আন্দোলনে নেমেছেন বাম ও তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা।
কারখানার এক শ্রমিক জানান, আট মাস ধরে এই কারখানা বন্ধ রয়েছে।তার আগেও মালিক পক্ষের তরফে মাঝে মাঝে কারখানা খোলা হলেও মাসের বেশিরভাগ দিনই বন্ধ থাকত কারখানা। ৯ ফেব্চরুয়ারি মালিকপক্ষের সঙ্গে শ্রমিক সংগঠনগুলির বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় ১৬ ফেব্রুয়ারি থেকে কারখানা খুলবে ও নিয়মিত কাজ পাবেন শ্রমিকরা। কিন্তু বুধবার রাতে কোনো শ্রমিক সংগঠনকে কিছু না জানিয়েই বন্ধ করে দেওয়া হয় কারখানা ।গেটের বাইরে লাগিয়ে দেওয়া হয় সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ । এর প্রতিবাদেই আজ বৃহস্পিবার সকালে রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক জোট হয়ে আন্দোলনে নামেন বাম ও তৃণমূল শ্রমিক সংগঠন।
More Stories
উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফুলচাষে ফুলেফেঁপে উঠছেন পূর্বস্থলীর পুষ্প-ব্যবসায়ীরা