সময় কলকাতা ডেস্কঃ ফের বাড়ল দেশের করোনা আক্রান্তের সংখ্যা । একটানা বেশ কয়েকদিন দেশে নিম্নমুখী করোনা গ্রাফ । গত কয়েক মাসে অতিরিক্ত যেসব করোনা বিধি নিষেধ জারি করা হয়েছিল, সেগুলি এবার তুলে দেওয়ার নির্দেশ জারি করল কেন্দ্রীয় সরকার। কিন্তু তার পরই বিপত্তি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৫৭ জন । যা গতকালের তুলনায় সামান্য হলেও বেশি । এই মুহুর্তে দেশের পজিটিভ রেট বেড়ে হয়েছে প্রায় ২.৬১ শতাংশ । সংক্রমণ গত কয়েক সপ্তাহের তুলনায় কমলেও এখনও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার । ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৪১ জন । যা গতকালের তুলনায় অনেকটাই বেশি । দেশে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১০ হাজার ৪১৩ জনের । বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৯১৮ ।
পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে রাজ্যের কোভিড গ্রাফও । গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা বেড়েছে সংক্রমণ । একদিনে নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন । পজিটিভিটি রেট বেড়ে হয়েছে প্রায় ১.১৮ শতাংশ । একদিনে মৃত্যু হয়েছে ১৮ জনের । স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৯৫ জন উত্তর ২৪ পরগনার অর্থাৎ আক্রান্তের নিরিখে এদিন ফের এগিয়ে উত্তর ২৪ পরগনা জেলা । দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা । এদিন এখানে আক্রান্ত হয়েছে ৫৮ জন জন । একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৮ জনের । দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা । একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৩ জন । এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১, ০৭৯ জন ।
More Stories
কাশ্মীরের বিজেপি নেতা মুশতাখ বুখারি প্রয়াত , শোক দলমত নির্বিশেষে
RG Kar Incident: মহালয়ার দিন অভয়ার বাড়িতে সিবিআই, কেন?
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র