সময় কলকাতা ডেস্কঃ ক্লাস হয়েছে অনলাইনে তাই পরীক্ষাও নিতে হবে অনলাইনে। এই দাবিতে নিউটাউনে কারিগরি ভবনে বিক্ষোভ দেখানের আগেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রছাত্রীদের আটকে দিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্রকরে শুক্রবার বিশ্ববাংলা গেটের সামনে ব্যপক উত্তজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জন্য জড়ো হওয়া ছাত্রছাত্রীদের আটক করে পুলিশ।আন্দোলনকারীদের দাবি,ফেব্রুয়ারি মাসে তাদের পরীক্ষার দিন ঘোষণা হয়েছে । হাতে মাত্র কয়েকটা দিন বাকি। এই সময়ের মধ্য অফ লাইনে পরীক্ষা দেওয়ার মতো প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। যেহেতু ৯০ শতাংশ ক্লাস হয়েছে অন লাইনে তাই তারা অনলাইনেই পরীক্ষার দাবি জানায়।
প্রসঙ্গত, করোনার গ্রাফ উর্ধমুখী হওয়ায় দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল স্কুল কলেজসহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ওই সময় ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিকের ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস চালাচ্ছিল কলেজগুলি। করোনার সংক্রমণ কিছুটা কমায় জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তাই আগের মতোই অফ লাইনে পরাক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি। তার প্রতিবাদ ও অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে এদিন কারিগরি ভবনের সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা।
সকাল থেকেই নিউটাউন কারিগরি ভবন এর সামনে বিশাল পুলিশ মোতায়েন করা হয়।পাশাপাশি বিশ্ববাংলা গেট,ইউনিটেক গেটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা কারিগরি ভবনের দিকে এগোতে শুরু করলেই পুলিশ পড়ুয়াদের আটক করে। আটক আন্দোলনকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিউ টাউন থানার পুলিশ।
More Stories
উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফুলচাষে ফুলেফেঁপে উঠছেন পূর্বস্থলীর পুষ্প-ব্যবসায়ীরা