Home » ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পিকআপ ভ্যান ও ছোট গাড়ি, মৃত ২, আহত ১১

ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পিকআপ ভ্যান ও ছোট গাড়ি, মৃত ২, আহত ১১

সময় কলকাতাঃ দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী পিকআপ ভ্যান ও একটি ছোট গাড়ি । শুক্রবার রাতে ধূপগুড়ি ব্লকের জংলিবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনায় দু জনের মৃত্যু হয়েছে। আরও ১৩ জনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজিক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেসিলিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে তাঁদের মধ্যে দু জনের মৃত্যু হয়েছে।দুর্ঘটনার জেরে ধূপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কে  দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।ফলে রাস্তার উভয় দিকে ব্যপক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোটগাড়ি ও একটি পিকআপ ভ্যান ধুপগুড়ি থেকে ফলাঘাটা দিকে যাচ্ছিল । পিকআপ ভ্যানটি আচমকাই দ্রুতগতিতে ছোটো গাড়িটিকে ওভারটেক করার সময় ধাক্কা মারে। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার ধারে নয়ানজুলিতে উলটে যায়।তাতেই গাড়িতে থাকা ১৮ জনের মধ্যে ১৩ জন জখম হয়। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারে নামেন। ছুটি আসেন  ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, ট্রাফিক গার্ডের ওসি অভিজিৎ সিনহা সহ বিশাল পুলিশবাহিনী । তাঁরা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এলাকাবাসীর অভিযোগ, দুটি গাড়িই বেপরোয়া গতিতে আগে যাওয়ার চেষ্টা করতে দিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

 

 

About Post Author