সময় কলকাতা ডেস্কঃ আজ ১৯ ফেব্রুয়ারি, শনিবার।গ্রেগরির বর্ষপুঞ্জি অনুসারে বছরের ৫০ তম দিন। আজকের দিনের কিছু স্মরনীয় ঘটনা-
১৮৯১ – ‘অমৃত বাজার পত্রিকা’ দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
১৯০৪ – ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঢাকাতে কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
যে বিখ্যাত মানুষদের আজ জন্মদিনঃ
১৪৭৩ – নিকলাস কপারনিকাস, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।
১৬৩০ – ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজ ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবসঃ
১৮৬১ – কলকাতার দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠাতা ও জন হিতৈষী লোকমাতা রাণী রাসমণি ।
১৯১৫ – গোপালকৃষ্ণ গোখলে, ভারতীয় রাজনীতিবিদ।
More Stories
ফের হাওয়া বদল! শহরজুড়ে একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ
বৃষ্টির দিনে সন্ধ্যার টিফিনে চটজলদি বানিয়ে ফেলুন পপকর্ন চিকেন
আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, কর্মক্ষেত্রে শ্রমের ফল পাবেন! জানুন রাশিফল