Home » স্মরণীয় আজকের দিন

স্মরণীয় আজকের দিন

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৯ ফেব্রুয়ারি, শনিবার।গ্রেগরির বর্ষপুঞ্জি অনুসারে বছরের ৫০ তম দিন। আজকের দিনের কিছু স্মরনীয় ঘটনা-

১৮৯১ – ‘অমৃত বাজার পত্রিকা’ দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
১৯০৪ – ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঢাকাতে কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

যে বিখ্যাত মানুষদের আজ জন্মদিনঃ 

১৪৭৩ – নিকলাস কপারনিকাস, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।
১৬৩০ – ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজ ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবসঃ

১৮৬১ – কলকাতার দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠাতা ও জন হিতৈষী লোকমাতা রাণী রাসমণি ।
১৯১৫ – গোপালকৃষ্ণ গোখলে, ভারতীয় রাজনীতিবিদ।

About Post Author