Home » বাড়ি বিক্রির টাকা শেয়ার মার্কেটে লাগানোর পরই সোনারপুরে মা ও ছেলের রহস্যময় মৃত্যু

বাড়ি বিক্রির টাকা শেয়ার মার্কেটে লাগানোর পরই সোনারপুরে মা ও ছেলের রহস্যময় মৃত্যু

সময় কলকাতাঃ সোনারপুরের একটি বাড়ি থেকে উদ্ধার মা ও ছেলের মৃতদেহ । মা ও ছেলের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় । জানা গেছে, মৃত মা ও ছেলের নাম তপতী পুরকাইত ও গৌতম পুরকাইত । স্থানীয় সুত্রে খবর, সুভাষ গ্রামের বাসিন্দা গৌতম পুরকাইতের স্ত্রী রাখী পুরকাইত মগরাহাটে বাপের বাড়িতে গিয়েছিলেন অন্নপ্রাশনের অনুষ্ঠানে । গৌতমও গিয়েছিলেন কিন্তু তিনি বুধবার বাড়ি ফিরে আসেন।

শুক্রবার সকালে তাকে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতেও দেখেন প্রতিবেশীরা । তাদের সাথে কথাও বলেন গৌতম । শুক্রবার দুপুরে ফোনে স্ত্রীর সাথেও কথা বলেন তিনি।সেই সময় ষ্টেশন থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার কথাও বলেন। তবে তার স্ত্রী তাদের আনতে যেতে বারন করেন। এর পরই সন্ধ্যায় স্ত্রী বাড়ি ফিরে দেখেন ঘর অন্ধকার । বাড়ির গেটে তালা লাগানো । অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় তিনি প্রতিবেশী দের খবর দেন । এর পরই জানালা দিয়ে ঘরের ভিতরে উঁকি দিতেই তারা গৌতম পুরকাইত কে ডাইনিংরুমে পড়ে থাকতে দেখেন । এর পরই দরজা ভেঙ্গে ভিতরে ঢোকেন প্রতিবেশীরা । পাশের ঘর থেকে উদ্ধার হয় গৌতমের মা তপতী পুরকাইতের দেহ ।

এরপরই খবর দেওয়া হয় স্থানীয় থানায় । পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটিকে ময়না তদন্তের জন্য পাঠায় । পুলিশ সুত্রে খবর, বছর ৪২ -এর গৌতম পুরকাইত শেয়ার মার্কেটে কাজ করতেন । কিছুদিন আগে গৌতম তাদের বাড়ি বিক্রি করে দেন।সেই টাকা শেয়ার মার্কেটে লাগান তিনি। তবে ব্যবসায় ক্ষতি হওয়ায় হীনমন্যতায় ভুগছিলেন তিনি । এর জেরেই মাকে খুন করে নিজে আত্মঘাতী হন বলেই পুলিশের অনুমান। এই ঘটনার তদন্তএ নেমেছে সোনারপুর থানার পুলিশ।  

About Post Author