সময় কলকাতাঃ সোনারপুরের একটি বাড়ি থেকে উদ্ধার মা ও ছেলের মৃতদেহ । মা ও ছেলের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় । জানা গেছে, মৃত মা ও ছেলের নাম তপতী পুরকাইত ও গৌতম পুরকাইত । স্থানীয় সুত্রে খবর, সুভাষ গ্রামের বাসিন্দা গৌতম পুরকাইতের স্ত্রী রাখী পুরকাইত মগরাহাটে বাপের বাড়িতে গিয়েছিলেন অন্নপ্রাশনের অনুষ্ঠানে । গৌতমও গিয়েছিলেন কিন্তু তিনি বুধবার বাড়ি ফিরে আসেন।
শুক্রবার সকালে তাকে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতেও দেখেন প্রতিবেশীরা । তাদের সাথে কথাও বলেন গৌতম । শুক্রবার দুপুরে ফোনে স্ত্রীর সাথেও কথা বলেন তিনি।সেই সময় ষ্টেশন থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার কথাও বলেন। তবে তার স্ত্রী তাদের আনতে যেতে বারন করেন। এর পরই সন্ধ্যায় স্ত্রী বাড়ি ফিরে দেখেন ঘর অন্ধকার । বাড়ির গেটে তালা লাগানো । অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় তিনি প্রতিবেশী দের খবর দেন । এর পরই জানালা দিয়ে ঘরের ভিতরে উঁকি দিতেই তারা গৌতম পুরকাইত কে ডাইনিংরুমে পড়ে থাকতে দেখেন । এর পরই দরজা ভেঙ্গে ভিতরে ঢোকেন প্রতিবেশীরা । পাশের ঘর থেকে উদ্ধার হয় গৌতমের মা তপতী পুরকাইতের দেহ ।
এরপরই খবর দেওয়া হয় স্থানীয় থানায় । পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটিকে ময়না তদন্তের জন্য পাঠায় । পুলিশ সুত্রে খবর, বছর ৪২ -এর গৌতম পুরকাইত শেয়ার মার্কেটে কাজ করতেন । কিছুদিন আগে গৌতম তাদের বাড়ি বিক্রি করে দেন।সেই টাকা শেয়ার মার্কেটে লাগান তিনি। তবে ব্যবসায় ক্ষতি হওয়ায় হীনমন্যতায় ভুগছিলেন তিনি । এর জেরেই মাকে খুন করে নিজে আত্মঘাতী হন বলেই পুলিশের অনুমান। এই ঘটনার তদন্তএ নেমেছে সোনারপুর থানার পুলিশ।
More Stories
উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের