Home » উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বাড়তি বাস চলবে কলকাতায়, জেনে নিন রুটগুলি

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বাড়তি বাস চলবে কলকাতায়, জেনে নিন রুটগুলি

সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চ: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে বাড়তি বাস চালাবে পরিবহন দফতর। কলকাতা ও সংলগ্ন এলাকায় চলাচল করবে পরীক্ষা স্পেশাল বাসগুলি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় অভিবাবক ও পড়ুয়াদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বাস পাওয়া যায় না বলেও অভিযোগ ওঠে। এবার সেই সমস্যা মেটাতে বাড়তি বাসের সিদ্ধান্ত বলেই দাবি পরিবহন দফতরের। পশ্চিমবঙ্গ পরিবহন নিগম এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ১৫টি রুটে বাড়তি বাস চালানো হবে।

পরিবহন নিগম জানিয়েছে, কোনও কোনও রুটে দুটি করে পরীক্ষা স্পেশাল বাস চলবে, কোনও রুটে একটি করে। যে রুটগুলিতে দুটি বাস চলবে সেখানে বাস ছাড়ার সময় হল সকাল ৭টা ৪৫ মিনিট ও ৮টা ১৫ মিনিট। ফিরতি পথে বাসগুলি ছাড়বে বেলা ১২টা ৩০ মিনিট ও ১২টা ৪৫ মিনিট। আর যে রুটে একটি বাস চলবে সেখান থেকে পরীক্ষা স্পেশাল বাস ছাড়বে সকাল ৮টা ও দুপুর সাড়ে বারোটা। বাসগুলিতে পরীক্ষা স্পেশাল বাস লেখা বোর্ড থাকবে। ভাড়াও সরকারি বাসের অনুরূপ হবে।

দেখে নিন কোন কোন রুটে চলবে বাড়তি বাস –

  • বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্ল্যানেড (২টি করে বাস)
  • ঠাকুরপুকুর থেকে শিয়ালদহ (১টি করে বাস)
  • চেতলা থেকে পাইকপাড়া (১টি করে বাস)
  • কাকুঁড়গাছি থেকে বেহালা (২টি করে বাস)
  • কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর (১টি করে বাস)
  • গড়িয়া থেকে হাওড়া স্টেশন (২টি করে বাস)
  • ড়িয়া থেকে হাওড়া ভায়া দেশপ্রিয় পার্ক (২টি করে বাস)
  • যাদবপুর থেকে হাওড়া (১টি করে বাস)
  • সরশুনা থেকে হাওড়া (২টি করে বাস)
  • বারাকপুর থেকে হাওড়া (১টি করে বাস)
  • ঠাকুরপুকুর থেকে হাওড়া (২টি করে বাস)
  • দমদম এয়ারপোর্ট থেকে এসপ্ল্যানেড (২টি করে বাস)
  • দক্ষিনেশ্বর থেকে এসপ্ল্যানেড (১টি করে বাস)
  • নিউটাউন থেকে শিয়ালদহ (২টি করে বাস)
  • ডানলপ থেকে বালিগঞ্জ (১টি করে বাস)

উল্লেখ্য, শিয়ালদা-রানাঘাট শাখায় জরুরি কাজের জন্য কয়েকদিন ধরেই বহু লোকাল ট্রেন বাতিল থাকছে। মঙ্গলবারও রেলের কাজ চলবে। ফলে চরম অসুবিধার মুখে পড়তে হবে পরীক্ষার্থীদের। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই যাতে কোনও সমস্যা না হয় তার জন্যই পশ্চিমবঙ্গ পরিবহন নিগম বাড়তি বাস চালানোর উদ্যোগ নিল। যদিও পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, মঙ্গলবার বাতিল ট্রেনের সংখ্যা কমিয়ে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা হবে।

About Post Author