সময় কলকাতা ডেস্ক, ২২ মার্চ: সাধারণ মানুষকে একটু সস্তায় আরামদায়ক ট্রেন ভ্রমণের জন্য চালু করা হয়েছিল এসি ইকোনমি কোচ (AC 3E)। দূরপাল্লার ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত এই কামরার ভাড়া সাধারণ থ্রি-এসি (AC 3A) কোচের থেকে কম ছিল। কিন্তু গত বছর আচমকা এসি ইকোমনি কোচের ভাড়া বাড়িয়ে সাধারণ থ্রি-এসি কোচের সমান করে দেয় ভারতীয় রেল। এবার ফের পুরোনো অবস্থানে ফিরছে রেল। মঙ্গলবারই এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বুধবার থেকেই এসি থ্রি ইকোনমি কোচের ভাড়া কমিয়ে দেওয়া হল। যারা আগে থেকে এই শ্রেণিতে টিকিট কেটেছিলেন তাঁদেরও বাড়তি অর্থ ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন বাঙালি পর্যটকদের জন্য সুখবর! পুরীতে তৈরি হচ্ছে বাংলার সরকারি গেষ্ট হাউস
বছর কয়েক আগেই রেলযাত্রীদের আরও আরামদায়ক যাত্রার জন্য শীততাপ নিয়ন্ত্রিত ইকোমনি কোচ চালু করেছিল। সাধারণ থ্রি এসি কোচগুলির থেকে এই কামরায় আসন সংখ্যা বেশি। অর্থাৎ থ্রি এসি কামরায় যেখানে ৭২টি আসন বা বার্থ থাকে, সেখানে ইকোনমি কামরায় ৮০টি বার্থ রাখা হয়েছে। ফলে ইকোনমি কামরায় বার্থের আকার তুলনামূলক ছোট। কিন্তু যাত্রীরা কম খরচে শীততাপ নিয়ন্ত্রিত কামরায় যাত্রা করার সুযোগ পাবেন বলে দাবি করেছিল রেল। কিন্তু গত বছর করোনা অতিমারীর পর এসি ইকোমনি কোচে কম্বল ও চাদরের জন্য ভাড়া বাড়িয়ে দিয়েছিল রেল। ফলে ভাড়া হয়েছিল সাধারণ থ্রি এসি কামরার সমান। এবার সেই ভাড়া কমিয়ে দেওযা হল আগের মতো। তবে রেল জানিয়েছে, ভাড়া কমানো হলেও কম্বল ও চাদর দেওয়া হবে যথারীতি।
আরও পড়ুন হাওড়া ষ্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার গয়না
থ্রি এসি ও এসি ইকোনমি কোচের মধ্যে পার্থক্য বিস্তর। মূলত সিট বা বার্থের বিন্যাসে এই পার্থক্য ধরা পড়ে। আগেই বলেছি, থ্রি এসি কামরায় ৭২ জন যাত্রা করতে পারলেও এসি ইকোনমি কোচে ৮০ জনের আসন বরাদ্দ। যেমন থ্রি এসি কোচে ৬টি বার্থ ও ২টি সাইড বার্থ থাকে। অন্যদিকে, এসি ইকোনমি কোচে থাকে ৩টি সাইড বার্থ। ফলে মোট বার্থ হয় ৯টি। এই অতিরিক্ত বার্থ সাইড আপার ও সাইড লো বার্থের মাঝে থাকে। এছাড়া প্রতিটি সিট বা বার্থের জন্য আলাদা এসি ভেন্ট দেওয়া হয়েছে। ইউএসবি চার্জিং পয়েন্ট ও রিডিং লাইট দেওয়া হয়েছে। আবার খাবার টেবিলটি ভাঁজ করে সরিয়ে রাখা যায় এসি ইকোনমি কোচগুলিতে। এবার ভাড়া কমায় আরও সুবিধা হল সাধারণ রেল যাত্রীদের।
More Stories
পড়ে গিয়ে হিপ ফ্র্যাকচার হয়ে হাসপাতালে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও
বলিউডে ইন্দ্রপতন : প্রয়াত জুনিয়র মেহমুদ
শুক্রবারই লোকসভায় পেশ হতে চলেছে মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট