Home » আইআরসিটিসি নিয়োগ করবে ‘ট্যুরিজ্‌ম মনিটর’, পোস্টিং পূর্বাঞ্চলে, রইল বিস্তারিত

আইআরসিটিসি নিয়োগ করবে ‘ট্যুরিজ্‌ম মনিটর’, পোস্টিং পূর্বাঞ্চলে, রইল বিস্তারিত

সময় কলকাতা ডেস্ক, ২৪ মার্চ: ট্রেনের হর্ন কানে এলেই মনটা কেমন করে ওঠে না, এমন মানুষ পাওয়া দুস্কর। আর দূরপাল্লার ট্রেনে ভ্রমণ তো অনেকের কাছেই স্বপ্নের মতো। এই রেল ভ্রমণই যদি আপনার পেশা হয় তাহলে কতই না আনন্দ। কিন্তু রেলে কাজ পাওয়া তো এত সহজ নয়, বেশ কয়েকটা ধাপ পরীক্ষা দিয়েই আসে সুযোগ। কিন্তু যদি শুধুই ইন্টারভিউ দিয়ে যদি রেল পর্যটনে চাকরি পাওয়া যায় তবে কেমন হয়? এরকমই সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি (IRCTC)।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজ্‌ম কর্পোরেশন (আইআরসিটিসি) সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আইআরসিটিসি নিয়োগ করবে ‘ট্যুরিজ্‌ম মনিটর’ বা পর্যটন পর্যবেক্ষক পদে। আসুন জেনে নিন খুঁটিনাটি।

আবেদনের বয়স ও শূন্যপদ –

আইআরসিটিসি জানিয়েছে, ‘ট্যুরিজ্‌ম মনিটর’ পদে শূন্যপদ ৮টি। চুক্তির ভিত্তিতে দেশের পূর্বাঞ্চলের জন্য এই নিয়োগ করা হবে। ফলে নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, পটনা ও গুয়াহাটি। আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় রয়েছে সরকারি নিয়মে।

বেতনক্রম –

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নিযুক্তদের মাসিক বেতন হবে ৩০,০০০-৩৫,০০০ টাকা। এছাড়া আরও কিছু সুযোগ সুবিধা পাবেন নিযুক্তরা। চুক্তির মেয়াদ হবে তিন বছরের জন্য। তবে কাজের দক্ষতা অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।

আরও পড়ুন  নৈশভোজে বানিয়ে ফেলুন মেথি চিকেন

শিক্ষাগত যোগ্যতা –

প্রার্থীদের যে কোনও বিষয়ে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজ্‌মে ১ বছরের ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া ট্যুরিজমে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি থাকলেও হবে। পাশাপাশি থাকতে হবে ন্যূনতম ১ বছর কোনও ট্যুর অপারেশান ফার্ম বা ট্রাভেল এজেন্সিতে চাকরির অভিজ্ঞতা।

আবার যে প্রার্থীদের কোনও বিষয়ে ৩ বছরের স্নাতকের সঙ্গে ট্রাভেল এবং ট্যুরিজ্‌মে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা আছে, তাঁরাও আবেদন জানাতে পারবেন। সমস্ত প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষায় পাশ করতে হবে।

আবেদনের পদ্ধতি –

‘ট্যুরিজ্‌ম মনিটর’ পদে নিয়োগের শর্তাবলি আরও বিস্তারিত জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে যেতে হবে। তবে আইআরসিটিসি-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আগামী আগামী ৫ এবং ৬ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে কলকাতায় হোটেল পোলো ফ্লোটেলে ইন্টারভিউ নেওয়া হবে। ওইদিনই নির্দিষ্ট আবেদনপত্র নিয়ে চাকরিপ্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

About Post Author