Home » প্রকৃতিপ্রেমীদের জন্য সুখবর!

প্রকৃতিপ্রেমীদের জন্য সুখবর!

সময় কলকাতা ডেস্ক,২৯ মার্চঃ সুখবর! গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ভূপৃষ্ঠের আবহাওয়ার পরিবর্তন হয়েছে। ছয়টি ঋতুর মধ্যে ইতিমধ্যেই তিনটি ঋতু হারিয়ে যাওয়ার মুখে। বিজ্ঞান আর সভ্যতার অগ্রগতি ঘটাতে গিয়ে মানুষ আজ নিজেদেরই বিপন্ন করে ফেলছে। খনিজ সম্পদ আহরণের জন্য ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন পর্বতের চূড়া। যার কিছুটা দৃশ্য মেঘালয়তে গেলেই দেখা যায়। চুনা পাথরের জন্য একাধিক পাহাড়ে চূড়া ভেঙে ফেলা হয়েছে। চেরাপুঞ্জিথতে আজ বৃষ্টিপাত হয় বছরে হাতে গোনা কয়েকটি দিন। ভূগোলের পাতায় লেখা রয়েছে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রবণ অঞ্চল চেরাপুঞ্জি। কার্যত এখন বৃষ্টি হয় না চেরাপুঞ্জিতে। ভূগোলের পাতায় লেখা, এই তথ্য কতটা ঠিক তার প্রমাণ নিতে গেলে অবশ্যই যেতে হবে চেরাপুঞ্জিতে।

আরও  পড়ুন   গরু পাচার মামলায় বীরভূমের চালকল মালিকের হিসাবরক্ষককে তলব সিবিয়াইয়ের


আবহাওয়ার পরিবর্তনের হওয়ার পাশাপাশি সম্প্রতি মানব সভ্যতার উপর রুষ্ট হচ্ছে প্রকৃতি। চলতি বছরের বিগত একমাস ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রায় ৪০ বার হয়ে গিয়েছে ভূমিকম্প। সিরিয়া, তুরস্ক, আফগানিস্তান ,ভারত নেপাল ,ইন্দোনেশিয়া, নিউগিনি, নিউজিল্যান্ড সহ একাধিক দেশকে পড়তে হয়েছে প্রকৃতির রোষানলে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক দেশ আমেরিকাকে। লাগাতার ঘূর্ণিঝড়ে কার্যত বিধ্বস্ত আমেরিকার বিভিন্ন প্রদেশ। ঘূর্ণিঝড়, ভূমিকম্প,সুনামি সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয় সম্মুখীন হতে হচ্ছে বহু দেশকে। তা সত্ত্বেও ভ্রমণপিপাসুরা প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও বেরিয়ে পড়ছেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

আরও পড়ুন   কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের

সাধারণত মার্চ মাসে পাহাড়ে খুব একটা বরফ দেখা যায় না। তবে মার্চ মাসে শেষের দিকে সান্দাকফু হয়ে উঠলো প্রকৃতিপ্রেমীদের আকর্ষণীয় স্থল। বুধবার সান্দাকফুতে দিনভর চলল তুষারপাত। তুষারের আচ্ছাদনে ঢেকে গিয়েছে সান্দাকফুর রাস্তা, গাছপালা, বাড়িঘর। ফলে সকাল থেকেই ভিড় জমিয়েছেন পর্যটকেরা। মধ্যমগ্রামের বাসিন্দা এবং ফুটবল কোচ পার্থ চক্রবর্তী সপরিবারে গিয়েছিলেন সান্দাকফু। সকাল থেকেই প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করে স্বভাবতই আপ্লুত পার্থ চক্রবর্তী ও তার পরিবার। পার্থ বাবুর মত এমন বহু পর্যটক এদিন উপভোগ করলেন প্রকৃতির।

About Post Author