Home » পুরী-হাওড়া বন্দে ভারত : স্বপ্নের সফর

পুরী-হাওড়া বন্দে ভারত : স্বপ্নের সফর

বীথিন সরকার, সময় কলকাতা,১৮ মে : স্বপ্নের সফরের আনুষ্ঠানিক সূচনা। সমুদ্র আর জগন্নাথ দর্শন – রথ দেখা কলা বেচার একসাথে সুযোগ বন্দে ভারত এক্সপ্রেসের সৌজন্যে ।ভ্রমণপিপাসুদের তো বটেই, আমজনতার কাছেও স্বপ্নের বাস্তবায়ন। রইল পুরী থেকে হাওড়া স্বপ্নের সফরের বৃত্তান্ত। পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়,ভাড়া, স্টপেজ খোলসা করল রেল।

অনেকদিন পুরী যাওয়া হয়নি ? সময় পাচ্ছেন না? সাধ্যের মধ্যে খরচে এক দিনের মধ্যে ফিরে আসতে চান ? সেক্ষেত্রে আপনার কাছে অটোমেটিক চয়েজ হয়ে উঠবেই হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র সাড়ে ছয় ঘন্টায় আপনি কলকাতা থেকে পৌঁছে যাবেন পুরী।যা অভাবনীয় ছিল, সেই ভাবনার ডানা মেলছে বাস্তবে। দ্রুতগামী এই সুখের সফর আর কল্পনা নয়, বরং ভীষণভাবে বাস্তব।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করল পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, তবে যাত্রী নিয়ে পরিষেবা শুরু হবে আগামী ২০ তারিখ থেকে।এদিন পুরীতে এই নয়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রেল মন্ত্রী।

যদিও রাজনৈতিক বিষয় জড়িয়ে থাকল উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে। অভিযোগ উঠছে- বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান,  রেলের সরকারি অনুষ্ঠান হয়ে উঠল রাজনৈতিক এক মঞ্চ। এমনটাই অভিযোগ করলেন এরাজ্যের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন ওড়িশার রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ওড়িশার রাজ্যপাল সরাসরি রাজনীতি করেছেন । তাঁর বক্তব্য,রাজ্যপালের রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়াই উচিত। কিন্তু সাংসদের মতে,ওড়িশার রাজ্যপাল গণেশই লাল এদিন সরকারি মঞ্চে বিজেপির ভজনা করেন।

এই দ্রুত গতির ট্রেন চালু হয়ে গেলে, পুরী থেকে হাওড়ার মধ্যে যাতায়াত দ্রুত ও সহজ হয়ে যাবে। ইতিমধ্যেই যাত্রী পরিষেবার জন্য ট্রেনের বুকিং শুরু হয়ে গিয়েছে। চেয়ার কারের ভাড়া ১২৬৫ টাকা। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হবে ২৪২০ টাকা।

এক নজরে দেখে নেওয়া যাক পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের মেন্যুতে কী কী থাকছে ?

রেল নীরের এক লিটারের এবং একটি ৫০০ মিলি জলের বোতল৷ একটা টেট্রা প্যাক জ্যুস ২০০ মিলি’র। একটা বাটার মিল্ক টেট্রা প্যাক ২০০ মিলি’র।
স্ন্যাকসে থাকবে একটা ৬০ গ্রাম ওজনের বাটার ভেজ স্যান্ডউইচ। একটা সিঙাড়া। একটা নিমকির প্যাকেট,একটা টম্যাটো কেচআপ ও থাকছে।
এক্সিকিউটিভ ক্লাসে চাহিদার ভিত্তিতে দেওয়া হবে চা।
এছাড়া খাদ্যপ্রেমী যাত্রীদের জন্য রয়েছে সুখবর।জানানো হয়েছে,দুপুরের মেনুতে থাকছে, ১০০ গ্রাম বাসমতী চালের ভাত।দুটো পিস মেথি পরোটা। সঙ্গে ডাল। ৫০ গ্রাম ওজনের মটর পনির মশলা। মরশুমি সবজি। থাকছে ৮০ গ্রাম দই ও দু’পিস কালোজাম। সঙ্গে থাকবে ৫০০ মিলিলিটার জলের বোতল।সবমিলিয়ে মেনুর দিক থেকে রীতিমত জমজমাট আয়োজন।রাতের খাবারে কোনও বদল আসবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ট্রেনের খুঁটিনাটি :

এই বিলাসবহুল ট্রেনে থাকছে ১৪টি এসি চেয়ারকার ও ২টি এক্সিকিউটিভ চেয়ারকার।গত বুধবার থেকেই  হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুকিং৷ শুরু হয়ে গিয়েছে।২০ মে, শনিবার থেকে যাত্রী নিয়ে সফর শুরু করবে এই ট্রেন।

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করেন   প্রধানমন্ত্রী । বৃহস্পতিবার পুরী থেকে ছাড়ে এই বন্দে ভারত এক্সপ্রেস । এই উপলক্ষ্যে  তার আগে পুরী রেল স্টেশনে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। রেল উদ্বোধনের আগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সময় সূচী

২০ মে থেকে ৬টা ১০ মিনিটে ছাড়বে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে বন্দে ভারত রওনা দেবে। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।

১৬ কামরার এই ট্রেন হাওড়া থেকে পুরী যাওয়ার পথে থামবে শুধুমাত্র খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে।হাওড়া-পুরী যাতায়াতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টা। বৃহস্পতিবার উদ্বোধন হলেও সপ্তাহে এই একটি দিন অর্থাৎ বৃহস্পতিবার চলবে না বন্দে ভারত এক্সপ্রেস।
হাওড়া-পুরী রুটে এই ট্রেন চালু হলে দ্রুতগতির ট্রেন হিসাবে হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস দ্বিতীয় স্থানে চলে আসবে। রেল সূত্রে খবর, এই রুটে বন্দে ভারতের গড় গতিবেগ থাকবে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সবমিলিয়ে, স্বপ্ন সার্থক হওয়ার আর দেরি নেই। ১২৬৫ বা ২৪২০ টাকা খরচ করলে স্বপ্নের সওদাগর বন্দে ভারত এক্সপ্রেসে সওয়ারি হতে পারেন আপনিও!

আরও পড়ুন :এক লহমায় বদলে যেতে শুরু করেছে জাতীয় রাজনীতি

About Post Author