সময় কলকাতা ডেস্ক : আজ ২৩ মে । প্রতিটি দিন গুরুত্ব অনুযায়ী হয়ে ওঠে আলোচ্য ও স্মরণীয় । আজকের দিন কেন স্মরণীয় তা নিয়ে আলোচনায় প্রাসঙ্গিক এই দিনটি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৩তম (অধিবর্ষে ১৪৪তম) দিন। বছর শেষ হতে আরো ২২২ দিন বাকি রয়েছে।
আজকের স্মরণীয় ঘটনাবলী:
১৪৯৮ – পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন।
১৮১৮ – প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ আজকের দিনে প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।
১৯০২ – কিউবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দিনে সকল মার্কিন সেনা কিউবা ত্যাগ করে।
আজ যে স্মরণীয় মানুষদের জন্মদিন :
১৭০৭ – কার্ল লিনিয়াস, প্রখ্যাত সুয়েডীয় উদ্ভিদবিজ্ঞানী, চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানী।
১৭৯৯ – ফরাসি সাহিত্যিক অনোরে দ্য বালজাক।
১৮০৬ – ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল।
১৯১৮ ডেনিস কম্পটন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯২৩ – রণজিত গুহ প্রখ্যাত বাঙালি ইতিহাসবিদ।
১৯২৮ – প্রখ্যাত ভারতীয় বাঙালি তবলিয়া রাধাকান্ত নন্দী।
১৯৫১ – আনাতোলি কারপভ, দাবার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন।
আজ যে স্মরণীয় মানুষদের প্রয়াণ দিবস :
১৫০৬ – ক্রিস্টোফার কলম্বাস।
১৯০৬ – হেনরিক ইবসেন, নরওয়েজীয় নাট্যকার।
১৯৩০ – রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত ভারতীয় বাঙালী প্রত্নতত্ত্ববিদ।
১৯৩৭ – জন রকফেলার, বিখ্যাত মার্কিন তেল শিল্পস্থপতি, উদ্যোক্তা ও জনদরদী।
More Stories
সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ্যায়
আজকের দিনের গুরুত্ব :আজকের দিনটিতে কী ঘটেছিল?
১৮ মে দিনটির তাৎপর্য : আজকের দিনের গুরুত্ব