Home » আজকের দিনের গুরুত্ব :আজকের দিনটিতে কী ঘটেছিল?

আজকের দিনের গুরুত্ব :আজকের দিনটিতে কী ঘটেছিল?

সময় কলকাতা ডেস্ক : আজ ১ জুন।উল্লেখ্য,১ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫২তম (অধিবর্ষে ১৫৩তম) দিন।আজকের দিনটিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। আজকের দিনটিতে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব জন্মেছেন বা প্রয়াত হয়েছেন।

আজকের দিনটিতে হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা :

১৯৮০ – আজকের দিনটিতে বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার টেলিভিশন সংবাদ চ্যানেল সিএনএন এর যাত্রা শুরু করে।

১৯৯০ – জর্জ ডব্লিউ বুশ ও মিখাইল গর্বাচভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।

আজকের দিনটিতে যে বিখ্যাত মানুষদের জন্মদিন :

১৮৪২ – আজকের দিনটিতে জন্মেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর ,বাঙালি লেখক, সংগীতস্রষ্টা।

১৯২৬ – মেরিলিন মনরো মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী জন্মদিন আজ

১৯৬৫ – নাইজেল শর্ট, ইংরেজ দাবা খেলোয়াড় এদিন জন্মান।

আজকের দিনটিতে যে বিখ্যাত ব্যক্তিত্বদের প্রয়াণ দিবস :

১৯৬৮ – আজকের দিনটিতে প্রয়াত হত হেলেন কেলার, মার্কিন লেখিকা ও রাজনৈতিক কর্মী।

১৯৯৬ – নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতির এদিন প্রয়াত হন ।

২০০২ – আজকের দিনটিতে হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক

About Post Author