Home » তাহলে কি পৃথক রাজ্য নয়, মহকুমার স্বীকৃতি চাইছে ধূপগুড়ি?

তাহলে কি পৃথক রাজ্য নয়, মহকুমার স্বীকৃতি চাইছে ধূপগুড়ি?

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ৮ সেপ্টেম্বর : ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস জেতার পরে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন , ‘‘ধূপগুড়ির নির্বাচন ঐতিহাসিক নির্বাচন ছিল। বিজেপিকে হারিয়ে ওই আসনে তৃণমূল জিতেছে। ধূপগুড়ির মানুষকে অনেক ধন্যবাদ। ” ৫ সেপ্টেম্বর ভোটের দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে এসে বলে গিয়েছিলেন ধূপগুড়িকে পৃথক রাজ্যের স্বীকৃতি দেওয়া হবে। বিজেপি সাংসদ অনন্ত মহারাজ একইদিনে বিজেপির বিরাট জনসমাবেশে,  রাজবংশী অধ্যুষিত ধূপগুড়ির মানুষদের উদ্দেশ্যে স্বকীয় ভঙ্গিতে বার্তা দেন।তিনি ভালো দিন আসছে জানিয়ে ধৈর্য ধরতে বলেন। পাশাপাশি,তিনি সাংবাদিকদের বলেন, কলকাতাকে ধূপগুড়িকে নিয়ে কিছু ভাবতে হবে না। তিনি বলেন,ধূপগুড়িতে সবকিছু হবে, সংসদের উচ্চকক্ষে পৃথক রাজ্যের আলোচনা হবে।

এই ঘোষণার দুদিন পরে ভোট হল,পাঁচদিন পরে ফলপ্রকাশও হল। ফলপ্রকাশের শেষে দেখা গেল তৃণমূলের নির্মলচন্দ্র রায় বিজেপির তাপসী রায়কে হারিয়ে দিয়েছেন ৪,৩০৯ ভোটে। অর্থাৎ দু বছরের মধ্যে ম্যাজিক। যে ভোটে বিজেপির প্রাক্তন বিধায়ক বিষ্ণুপদ রায় জিতেছিলেন সেই একই ভোটে জয়লাভ তৃণমূলের। অর্থাৎ গাণিতিক হিসেবে জয়ের দ্বিগুন জনতার সমর্থন প্রাপ্তি তৃণমূলের।অন্যদিকে অনন্ত মহারাজের জন্য ‘অনন্ত’ ধৈর্য ধরল না ধূপগুড়ি, আর একটি বিধানসভা আসন কমল বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর ঝুলি থেকে, বিজেপি রাজ্যে আরও একটু  ক্ষীণ ও খর্ব হল।

রাজনৈতিক বিশ্লেষণ থেকে বলা যায়,অনন্ত মহারাজের গ্রেটার কোচবিহার বা পৃথক রাজ্য নাকি মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা ধূপগুড়িকে পৃথক মহকুমা? ধূপগুড়ি চাইছে কী? বিজেপির প্রয়াত বিধায়ক বিষ্ণুপদ রায়ের ছেড়ে যাওয়া ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফলের দিকে চোখ ছিল রাজ্যের মানুষের। ফলের নিরিখে বিগত নির্বাচনে হারকে কার্যত জোরদার জয়ে পরিণত করল তৃণমূল।বার্তা অত্যন্ত পরিষ্কার – উত্তরবঙ্গে তৃণমূল ও শাসক দলের প্রতি মানুষের আস্থা রয়েছে, বিজেপি কিছুটা হলেও পায়ের তলার মাটি হারাচ্ছে এবং অনন্ত মহারাজ সাংসদ নির্বাচিত হলেও তাঁকে বা তাঁর তত্ত্বকে আপাতদৃষ্টিতে প্রত্যাখ্যান করেছে ধূপগুড়ির মানুষ। ধূপগুড়ির মানুষ মহকুমার স্বীকৃতি চায়, প্রবলভাবেই ধূপগুড়ি এখন শাসকদলের।।

আরও পড়ুন :জি-২০ বৈঠকের বিশেষ নৈশভোজে আমন্ত্রণ পেলেন না মল্লিকার্জুন খাড়্গে

About Post Author