Home » লটারির টিকিট বিক্রির ফাঁকে লোকনাট্য উপহার দিয়ে চলেছেন ময়নাগুড়ির কৃষ্ণচন্দ্র

লটারির টিকিট বিক্রির ফাঁকে লোকনাট্য উপহার দিয়ে চলেছেন ময়নাগুড়ির কৃষ্ণচন্দ্র

সানী রায়, সময় কলকাতা,২৩ সেপ্টেম্বর: ব্যবসাভাবনার সঙ্গে সৃজনশীল ভাবনা ও মননশীল দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যবসায় উন্নতি করতে চেষ্টা করেন অনেকেই। পসরা সাজিয়ে অনেক সময় গান করে,  কবিতা পড়ে কেনাবেচা করা আজকের দিনে স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। তবুও লোকনাট্যকে সেভাবে ব্যবহার করা হয় না।একক দক্ষতায় পথনাটিকা, শ্রুতি নাটক, একাঙ্কনাটক -আর সৃজনশীলতাকে ব্যবসার সঙ্গে মিশেল ঘটিয়ে নিজের পথ চলার রাস্তা কে সুগম করার প্রয়াস হলেও তা সাময়িক ভাবে করা হয়েছে । উত্তরবঙ্গের একটি মানুষ সেখান থেকে সরে এসে দিনরাত পথে লটারির টিকিট বিক্রির ফাঁকে সমৃদ্ধ করছেন বাংলার লোকসংস্কৃতিকে । তিনি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির  কৃষ্ণচন্দ্র সেন। তাঁর মধ্যে যে সংস্কৃতি ও শিল্পকলার প্রতিভা ছিল তাঁকে তিনি মিশিয়েছেন ভাগ্যপরীক্ষার লটারি বিক্রির মধ্যে। আর অসামান্য ও অভূতপূর্ব  কায়দায় নিজের বাঁচার রসদ জোগাড় করে চলেছেন। লোকনাট্য কার্যত জন্ম হচ্ছে একটি মানুষের জীবনযুদ্ধের মধ্যে দিয়ে। গম্ভীরা, পালাটিয়া, লেটো, আলকাপের মত বৃহত্তর মঞ্চ না থাকলেও তিনি তাঁর জীবনযুদ্ধে বেঁধে রেখেছেন লোকনাটকের সুর।

কৃষ্ণচন্দ্র সেনের বাড়ি ময়নাগুড়ির আমগুড়ি  অঞ্চলে। বয়স ৬৫। তিনি আংশিক প্রতিবন্ধী। প্রতিবন্ধকতা বাঁচার চেষ্টায়। তবুও তাঁর বাঁচার লড়াই ছিল এবং আছে। একটি ভ্রাম্যমান বিক্রয়যানে লটারি ফিরি করেন। সাধারণ মানুষকে উপহার দেন তাঁর লোকনাট্য। মানুষ আকৃষ্ট হয়ে লটারি কাটেন। লোকনাট্য তাঁর মাধ্যমে পাচ্ছে এক নয়ামোড়।

লোকনাট্যের সংজ্ঞা হ’ল লোকজীবনের কাহিনীর উপর ভিত্তি করে মুখে মুখে রচিত এবং অভিনীত নাটক।ময়নাগুড়ির কৃষ্ণচন্দ্র সেন কবিতার ছন্দে লটারি টিকিট বিক্রির পাশাপাশি পারিবারিক জীবনের কথকতা তুলে আনেন যা অনেক সময় তাৎক্ষণিক ভাবনার ফসল। তাঁর পালায় স্বামীর কাছে স্ত্রীর লটারির আবদার ফুটে ওঠে সরসভাবে। লোকনাট্যের সব উপাদান পথচলতি মানুষের জন্য তাঁর পালায়। উল্লেখ্য,লোকসাধারণের জন্য লোকসাধারণ দ্বারা রচিত যে নাটক তাই লোকনাটক।লোকনাটো ধরা পড়ে সমাজজীবনের বাস্তব ছবি। কিন্তু লোকনাটোর এই বিশেষ রূপটি এখন দুর্লভ হয়ে উঠেছে। সেই দুর্লভ জিনিসকেই ফুটিয়ে তুলছেন কৃষ্ণচন্দ্র সেন । জীবন সংগ্রামে লটারি বিক্রির ফাঁকে তিনি যা পথে ঘাটে মনিমুক্তোর মত ছড়িয়ে চলেছেন তা বঙ্গের লোকসংস্কৃতির অঙ্গ।।

আরও পড়ুন :হস্তশিল্পের মাধ্যমে উত্তরবঙ্গে জঙ্গল সংলগ্ন এলাকার নারীদের স্বনির্ভর করতে উদ্যোগ রাজ্যসরকারের

About Post Author