Home » হেমা উপাধ্যায় হত্যাকান্ড ও সাজা ঘোষণা, চিন্তনের যাবজ্জীবন

হেমা উপাধ্যায় হত্যাকান্ড ও সাজা ঘোষণা, চিন্তনের যাবজ্জীবন

সময় কলকাতা ডেস্ক, ১২ অক্টোবর : ২০১৫ সালে মুম্বাই তোলপাড় করা হেমা উপাধ্যায় হত্যাকাণ্ডে প্রাণদণ্ডের দাবি উঠলেও শেষ পর্যন্ত  এই হত্যাকান্ডে মুল অভিযুক্ত তাঁর স্বামী চিন্তন উপাধ্যায়কে শেষ পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত। আদালতের এরকম নির্দেশের পেছনে কারণ কি?

আদালতের ব্যাখ্যা : শিল্পী হেমা উপাধ্যায় এবং তার আইনজীবী হরিশ ভম্ভানিকে হত্যার কাজটি নৃশংস হলেও, মামলাটিকে বিরলতম এবং শুধুমাত্র মৃত্যুদণ্ডের ওয়ারেন্ট হিসাবে আখ্যায়িত করা যায় না, দায়রা আদালত মৃত শিল্পীর বিবাহ-বিচ্ছিন্ন স্বামী চিন্তন উপাধ্যায় এবং অন্য তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ।

অতিরিক্ত দায়রা জজ এস ওয়াই ভোসলেও পর্যবেক্ষণ করেছেন যে অভিযুক্তদের কারোরই অপরাধমূলক আগের কোনও নজির নেই এবং তাই তাদের সংশোধন হওয়ার সম্ভাবনা বেশি ।” বিচারক বলেন, … এই মামলার ঘটনা এবং পরিস্থিতি, যদি সামগ্রিকভাবে বিবেচনা করা হয়, আদালতের দৃষ্টিভঙ্গি যে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা যথেষ্ট শাস্তি।”

হেমা ও তাঁর আইনজীবী হরেশ ভামবানিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত তিন সহ-অভিযুক্ত, টেম্পো চালক বিজয় রাজভার এবং হেলপার প্রদীপ রাজভার এবং শিবকুমার রাজভারকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০১৫ সালের ডিসেম্বর মাসে  পুলিশের কাছে সতর্ক করেছিলেন যে দুটি কার্ডবোর্ডের বাক্স জলে ভাসতে দেখা গেলে দেখা যায় শিল্পী হেমা উপাধ্যায় এবং তার আইনজীবী ভম্ভানীর মৃতদেহ প্লাস্টিক জড়ানো অবস্থায় বাক্স দুটিতে রয়েছে। সে সময় অভিযুক্ত চিন্তন উপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর প্রাক্তন স্ত্রী হেমার বিরুদ্ধে তাঁর বৈবাহিক অশান্তির জন্য তিনি ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন এবং এরপর তাঁকে খোরপোষ দিতে প্রতিশ্রুত হন এবং তিনি এও জানিয়েছিলেন তাঁর স্ত্রী ছিলেন অত্যন্ত নৃশংস ও নিষ্ঠুর প্রকৃতির। হেমার পরিবার জানায় চিন্তন হুমকি দিতেন হেমাকে।পুলিশের তদন্তে ও হেমার পরিবারের অভিযোগ এবং চিন্তনের  হুমকির পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় চিন্তনকে।।

আরও পড়ুন মনিকা যাদব হত্যাকান্ড : মহিলা সহকর্মীকে খুন করে আশ্চর্য কৌশলে খুনের ঘটনা দুবছর চাপা রেখেছিল সহকর্মী কনস্টেবল

About Post Author