Home » পঞ্চায়েতে আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

পঞ্চায়েতে আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দুর

সময় কলকাতা ডেস্ক, ১৭ অক্টোবর: পঞ্চায়েতে আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু। পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ রুল জারির নির্দেশ দিয়েছিলেন। আইন অনুযায়ী হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন রাজীব সিনহা, এই আশঙ্কায় এবার ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু। ফলে রাজীব সিনহা মামলা করলে দুইপক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করার ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য–রাজনীতি।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন থেকেই রাজীব সিনহার সঙ্গে সংঘাত শুরু হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাজীব সিনহার যোগ্যতা নিয়ে একাধিকবার প্রশ্নও তোলেন শুভেন্দু। এরপরই কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। রাজীব সিনহা সেই রুল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারেন, এই আশঙ্কায় আগেভাগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু। যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে গত বছর ডিসেম্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন    রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুরের দুবাইতে ২টি ফ্ল্যাটের হদিশ পেল ইডি

তাঁর বক্তব্য ছিল, পঞ্চায়েত নির্বাচনে বাংলায় অশান্তি হতে পারে। সেক্ষেত্রে বাংলার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। পাশাপাশি গোটা নির্বাচনী প্রক্রিয়া অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর জন্য আর্জি জানিয়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ভোট করাতে হবে। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের বক্তব্য ছিল, বাংলায় পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব রাজ্যেরই। এরপর শুভেন্দু অভিযোগ করেন, সময়সীমা পেরিয়ে গেলেও নির্দেশ কার্যকর করেনি রাজ্য। এই অভিযোগ তুলে ফের হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

About Post Author