সময় কলকাতা ডেস্ক, ২৪ অক্টোবরঃ ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! বাংলাদেশে যাত্রীবাহী ট্রেনে মালগাড়ির ধাক্কা। নিহত কমপক্ষে ২৫ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহত শতাধিক যাত্রী। সোমবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৬০ কিমি দূরে কিশোরগঞ্জের ভৈরব জংশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে নাগাদ কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী ট্রেনের পিছনে ধাক্কা মারে মালবাহী ট্রেনটি। মুহূর্তের মধ্যে যাত্রীবাহী ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
আরও পড়ুন পুজোয় জমিয়ে খাওয়াদাওয়ার পর শরীরকে ডিটক্স করুন এই উপায়ে
মালগাড়ির ধাক্কায় বিধ্বস্ত যাত্রীবাহী ট্রেনের দুটি বগি একেবারে দুমড়েমুচড়ে গিয়েছে। বগি দুটির ভেতরে আরও অনেক যাত্রী আটকে রয়েছেন বলেই মনে করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে, যাত্রাবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ভৈরব রেলস্টেশনের ক্রসিংয়ের কাছে আসতেই দুর্ঘটনাটি ঘটে। বেশ কয়েকটি বগি ছিটকে পড়ে। খবর পেয়ে আসে উদ্ধারকারী দল। সেইসঙ্গে স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগায়। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন দশমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস
অন্যদিকে, এই ট্রেন দুর্ঘটনার পরই ঢাকার সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালিসহ বাংলাদেশের পূর্বাঞ্চলীয় রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। রেল আধিকারিকর সূত্রে জানা গিয়েছে, রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আহতদের উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়। ইতিমধ্যেই এই ট্রেন দুর্ঘটনার যথোপযুক্ত তদন্তের অন্যদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন, দাবি করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। অন্যদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
More Stories
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, কলকাতা সহ উত্তরবঙ্গের কিছু অঞ্চল
নয়াদিল্লি-দারভাঙ্গা ক্লোন এক্সপ্রেসে আগুন, আহত অন্তত ৮
ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে উল্টে গেল মালগাড়ির বগি