Home » মধ্যরাতে শক্তি হারিয়ে বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘হামুন’

মধ্যরাতে শক্তি হারিয়ে বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘হামুন’

সময় কলকাতা ডেস্ক, ২৫ অক্টোবর:   মধ্যরাতে  শক্তি হারিয়ে বাংলাদেশে আছড়ে পড়ল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ দক্ষিণ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় ‘হামুন’। এদিন রাত ৮টা থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। এরপর ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ছিল ১০৪ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজারে অতি ভারী বৃষ্টি শুরু হয়। মাঝারি পরিমাণ বৃষ্টি হয় খুলনা, বরিশাল সহ একাধিক জেলায়। ইতিমধ্যেই, দেওয়াল ও গাছ চাপা পড়ে কক্সবাজারে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন   চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘হামুন’, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

উপকূলবর্তী এলাকাগুলিতে জ্বলোচ্ছাসও হয়। ৩ থেকে ৫ ফুট উচ্চতা অবধি উঠে যায় জল। তবে, স্থলভাগে প্রবেশ করতেই শক্তি হারাতে শুরু করলেও ঝোড়ো হাওয়া ও ঝড়বৃষ্টির জেরে একাধিক জায়গায় গাছপালা ও বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বুধবার বাংলাদেশে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় দুপুরের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা। সুন্দরবন এলাকাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে।

আরও পড়ুন    ইজরায়েলের হানায় ২৪ ঘন্টায় প্যালেস্তাইনের ৭০০ বাসিন্দা নিহত

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার রাতের দিকে সামান্য কমতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি হবে। আগামী দু-তিন দিনে রাজ্যজুড়েই দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বিকেলের পর থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। একাদশী অর্থাৎ আজ থেকে রাজ্যের উপকূলের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী ৬ ঘন্টায় আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ভারী থেকে অতিভারী নিম্নচাপে পরিণত হতে চলেছে। দ্বাদশী পর্যন্ত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

About Post Author