Home » হঠাৎ আপনার ফোনও কি বিকট আওয়াজে কেঁপে উঠেছে? জেনে নিন এই ইমার্জেন্সি অ্যালার্টের কারণ

হঠাৎ আপনার ফোনও কি বিকট আওয়াজে কেঁপে উঠেছে? জেনে নিন এই ইমার্জেন্সি অ্যালার্টের কারণ

সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর: ঘড়ির কাটায় ঠিক তখন দুপুর ১২টা বেজে ৫৯ মিনিট। শুক্রবার দুপুরে কলকাতা সহ একাধিক জায়গাতেই হঠাৎ বিকট আওয়াজে কেঁপে উঠল ফোন। একটানা বেজেই চলেছে কান ঝালাপালা করা একটা আওয়াজ। স্ক্রিনে ভেসে আসছে ইমার্জেন্সি অ্যালার্ট দিয়ে একটি মেসেজ। অনেকেই বুঝে উঠতে পারছিলেন না হঠাৎ কেন বিকট আওয়াজে কেঁপে উঠছে ফোন? আচমকাই ওই মেসেজ দেখে ঘাবড়ে গিয়েছেন অনেকেই। কেউ ভাবলেন ফোন হ্যাক করা হল কিনা? কেউ কেউ তো আবার ভয়ে ফোনও বন্ধ করে দিলেন।

ভয় পাবেন না। আসলে এটি কোনও হ্যাকিংয়ের বার্তা নয়। এটা আসলে ভারত সরকারের পক্ষ থেকে দেশবাসীর জন্য সতর্কতাবার্তা। দেশজুড়েই সবার ফোনেই জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে এই অ্যালার্ট পাঠিয়েছে। এই ইমার্জেন্সি অ্যালার্টের সঙ্গে একটি ফ্ল্যাশ মেসেজও ছিল। টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোবাইল ব্যবহারকারী আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটি একটি পরীক্ষামূলক বার্তা। মোবাইলের নেটওয়ার্ক না থাকলেও, আপনার ফোনে পৌঁছে যাবে এই বার্তা।

আরও পড়ুন   পুজোতে মিটতেই এবার ডেঙ্গিতে মৃত্যু এসএসকেএমের ডাক্তারি পড়ুয়ার

গত কয়েক মাস ধরেই ভারতের একাধিক রাজ্যে এই পরীক্ষা শুরু করেছে কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগ। জনগণের সুরক্ষা ও জরুরি সময়ে সতর্কতা জারি করার জন্যই এই অ্যালার্ট সিস্টেম তৈরি করা হয়েছে। এদিন তারই পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল ভারত সরকার। সমস্ত নেটওয়ার্কেই এই অ্যালার্ট পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, এটি বিপদের সময়ে যুদ্ধকালীন তৎপরতায় সাধারণ মানুষকে সতর্ক করার জন্য ব্যবহার করা হবে। সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে একবার আঞ্চলিক ভাষায় ও আরেকবার ইংরেজি ভাষায় এই ফ্ল্যাশ মেসেজ পাঠানো হচ্ছে। সেইসঙ্গে বিকট একটি শব্দ। সূত্রের খবর, ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণের জন্যই এইরকম বিকট আওয়াজ ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন   ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় অস্বস্তিতে মহুয়া, এথিক্স কমিটির স্ক্যানারে মহুয়ার বিদেশ সফর

About Post Author