সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ‘ক্যাশ-ফর-কোয়েরি’ নিয়ে টিএমসি সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা করেছেন এই বলে যে, “যদিও তিনি তার ভুলগুলি স্বীকার না করেন, তবেও সত্য লুকানো যাবে না।”
তিনি বলেন, “সংসদীয় কমিটি যদি কাউকে তলব করে থাকে, তাহলে তাদের উচিত তাদের কথা বলা। এমনকি যদি তিনি তার ভুল স্বীকার না করেন, তাহলেও সত্যকে আড়াল করা যাবে না,” বলেন তিনি।
সংসদের এথিক্স কমিটির সমনের জবাবে মহুয়া মৈত্রার প্রতিক্রিয়ার পর তাঁর বিবৃতি এসেছে৷মহুয়া মৈত্রকে ২ নভেম্বর সংসদের এথিক্স কমিটি তলব করেছে।যাইহোক, টিএমসি সাংসদ শুক্রবার তার এক্স অ্যাকাউন্টে বলেছিলেন, “আমি 4 নভেম্বর আমার পূর্বনির্ধারিত নির্বাচনী অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই (সংসদের এথিক্স কমিটির সামনে) পদত্যাগ করার অপেক্ষায় রয়েছি।”এথিক্স কমিটির কাছে তার চিঠিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবিষয়ে দর্শন হিরানন্দানিকে প্রশ্ন করার অনুমতি চেয়েছিলেন।এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে এটি “জাতীয় নিরাপত্তার” বিষয় এবং যোগ করেছেন যে “দ্রুত তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত”।
উল্লেখ্য,মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায়ী হিরানন্দানির কাছ থেকে উপহার এবং টাকা নিয়েছেন। তাঁকে এই অর্থ ও উপহারের বিনিময়ে লোকসভায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করতে হবে, এরকমই সমঝোতার অভিযোগ উঠেছে। পক্ষে বা বিপক্ষে থাকা থেকে দূরে তাঁর দল এবং এনিয়ে প্রথম থেকেই খুব বেশি সরব ছিল না তৃণমূল। কুনাল ঘোষ ও ডেরেক ও’ব্রায়েন এবিষয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেছেন এবং পরিষ্কার যে, এনিয়ে তৃণমূল এখন মুখ খুলতে নারাজ।উল্টে মহুয়া মৈত্রকে নিজের অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছিল তৃণমূল। নিজের দলকে পাশে পাচ্ছেন না মহুয়া মৈত্র, আর অন্যদিকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে তাঁকে নিশানা করছেন অনুরাগ ঠাকুর। সর্বোপরি এথিক্স কমিটির সমন শিয়রে। সবমিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না মহুয়া মৈত্রের।।
আরও পড়ুন :লুইস্টনে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করা বন্দুকবাজের মৃতদেহ মিলল
More Stories
মদন মিত্র : কেন বাইপ্যাপ সাপোর্ট? শারীরিক অবস্থার অবনতির পরে এখন কেমন আছেন কামারহাটির বিধায়ক ?
পড়ে গিয়ে হিপ ফ্র্যাকচার হয়ে হাসপাতালে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজভবনে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর