Home » কলকাতা-ওড়িশাগামী যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ আগুন, জীবন্ত অগ্নিদগ্ধ একাধিক যাত্রী

কলকাতা-ওড়িশাগামী যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ আগুন, জীবন্ত অগ্নিদগ্ধ একাধিক যাত্রী

সময় কলকাতা ডেস্ক, ১০ নভেম্বর: কলকাতা-ওড়িশাগামী চলন্ত বাসে আগুন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মাদপুরে। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার বিকেলে কলকাতা থেকে ওড়িশার উদ্দেশে যাচ্ছিল বাসটি।

আরও পড়ুন  শীতকালে চুলের হারানো জেল্লা ফিরে পেতে দারুণ কার্যকরী প্রোটিন হেয়ার প্যাক

খড়্গপুরের মাদপুরে পৌঁছতেই বাসটিতে আচমকা আগুন লেগে যায়। জাতীয় সড়কের ওপর দাউদাউ করে বাসটি জ্বলতে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ বহু যাত্রী।

আরও পড়ুন  নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রসন্ন রায়

তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। একাধিক মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ভয়াবহ এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে খড়্গপুর লোকাল থানার পুলিশ এবং দমকল আধিকারিকরা।

About Post Author