Home » থিমে চারধাম,সাবেকি প্রতিমা: থিম আর সাবেকিয়ানার মেলবন্ধন ধুপগুড়িতে

থিমে চারধাম,সাবেকি প্রতিমা: থিম আর সাবেকিয়ানার মেলবন্ধন ধুপগুড়িতে

সানি রায়, সময় কলকাতা , ১০ নভেম্বরঃ উৎসবের মরশুম এখন। অনেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তীর্থস্থান দেখতে। বলা হয়ে থাকে,যারা বহু তীর্থস্থানে যেতে পারবেন না বা সে সুযোগ যাদের কাছে নেই তাঁদের জন্য সুবর্ণ বিকল্প রয়েছে ঘরের কাছে সিকিমের নামচিতে। সেখানে আছে চারধাম।নামচির সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে আকর্ষণীয় স্থান চারধাম পাহাড়ের কোলে ৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকা যেখানে প্রথমেই চোখ যাবে বিশালাকার শিবের দিকে৷ শিবভক্তদের জন্য রয়েছে ১২টি জ্যোতির্লিঙ্গের রেপলিকা৷

আরও পড়ুন  হাওড়ায় ভেঙে পড়ল হনুমান জুটমিলের ছাউনি ও পাঁচিল, আটকে একাধিক শ্রমিক

যাঁরা ধর্মস্থানে ঘুরতে ভালবাসেন, তাঁদের একসঙ্গে চারধাম দর্শন করার এ এক অনন্য সুযোগ৷ কারণ এখানেই বদ্রীনাথ, জগন্নাথ, দ্বারকা ও রামেশ্বরের আদলে তৈরি করা হয়েছে মন্দির৷ আর চারধামকেই থিম হিসেবে ফুটিয়ে তুলছে উত্তরবঙ্গের ধুপগুড়ির খ্যাতনামা ক্লাব এসটিএস। অতিমারির কারণে তিন বছর পুজো বন্ধ থাকায় ৫৩ বছরে এসে পুজোর পঞ্চাশ তম বর্ষ পালন করছে ঐতিহ্যবাহী এই ক্লাব। থিম আর সাবেকিয়ানার মেলবন্ধন ধুপগুড়িতে এখানের মণ্ডপে চারধামের থিমের সঙ্গে মিশে যাচ্ছে প্রতিমার সাবেকিয়ানা। 

আরও পড়ুন   শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে শেষ চারের লড়াইয়ে পাকিস্তানকে পিছনে ফেলল নিউজিল্যান্ড

মুক্তো আর পুঁথি দিয়ে তৈরি প্রতিমা যেখানে এবারের পুজোর বিশেষ আকর্ষণ।থাকছে চোখধাঁধানো আলোকসজ্জা। এবারের পুজোয় এসটিএস ক্লাব নজর কাড়বেই, নিশ্চিত উদ্যোক্তারা। দর্শনার্থীরা যেন সুষ্ঠভাবে পুজো দেখতে পারেন সেদিকেও নজর রয়েছে উদ্যোক্তাদের।সব মিলিয়ে মন্ডপ সজ্জায় চারধামের থিম আর প্রতিমার সাবেকিয়ানায় মিলেমিশে যাচ্ছে ধূপগুড়িতে যেখানে কালীপুজোর উৎসবকে অনন্য রূপ দিতে চলেছে এসটিএস ক্লাব।।

আরও পড়ুন  দেখান দেখি আপনার পর্যবেক্ষণ শক্তির ক্ষমতা? ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

About Post Author