Home » রাজ্যপালকে ই-মেল করে পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়

রাজ্যপালকে ই-মেল করে পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ১১ নভেম্বর: পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মেল করে শুক্রবার নিজের পদত্যাগের কথা জানিয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তবে কী কারণে আচমকা এই পদত্যাগ তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, ই-মেলে সে বিষয়ে স্পষ্ট করে কিছু লেখা নেই। এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি। আগামী ১৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। তাঁর আগেই ই-মেল মারফত পাঠানো হয়েছে এই পদত্যাগ পত্র। প্রসঙ্গত, বর্তমান সরকারের আমলে এই নিয়ে পরপর তিনবার বদল হয়েছে অ্যাডভোকেট জেনারেল।

আরও পড়ুন    ঘোর অনিশ্চয়তার মধ্যে জয়সূর্য, সাঙ্গাকারাদের দেশের ক্রিকেট ভবিষ্যত

তালিকায় জয়ন্ত মিত্র থেকে শুরু করে কিশোর দত্ত, গোপাল মুখোপাধ্যায়। সম্প্রতি পদত্যাগ করেছিলেন গোপাল মুখোপাধ্যায়। এবার সৌমেন্দ্র মুখোপাধ্যায়। লাগাতার এই পদত্যাগের কারণেই শুরু হয়েছে চাপানউতোর। সূত্রের খবর, গোপাল মুখোপাধ্যায়ের আগে যিনি আচমকা পদত্যাগ করেছিলেন সেই কিশোর দত্তকেই ফের অ্যাডভোকেট জেনারেল হিসাবে দেখা যেতে পারে। যদি এখনও পর্যন্ত সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পদত্যাগ পত্র গ্রহণ হয়নি বলে জানা যাচ্ছে। সেটা গ্রহণ হয়ে গেলেই নতুন অ্যাডভোকেট জেনারেলের নাম সামনে আসবে।

আরও পড়ুন    শীতকালে চুলের হারানো জেল্লা ফিরে পেতে দারুণ কার্যকরী প্রোটিন হেয়ার প্যাক

প্রসঙ্গত,রাজ্যে অ্যাডভোকেট জেনারেল বা আইনজীবীদের পদত্যাগের ঘটনা নতুন কিছু নয়। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক অ্যাডভোকেট জেনারেল, আইনজীবী পরিবর্তিত হয়েছেন বা পদত্যাগ করেছেন। এর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র পদত্যাগ করেছিলেন। পদত্যাগ করেছিলেন বিমল চট্টোপাধ্যায়। আইনজীবী জয়ন্ত মিত্রও পদত্যাগ করেছিলেন। এমনকী কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছিলেন। যদিও এই সমস্ত আইন বিশেষজ্ঞরা কেন পদত্যাগ করেছলেন তার যথাযথ কারণ প্রকাশ্যে আসেনি।

About Post Author