Home » প্রয়াত প্রবীণ নেতা রাম পেয়ারে রাম

প্রয়াত প্রবীণ নেতা রাম পেয়ারে রাম

সময় কলকাতা ডেস্ক, ১২ নভেম্বর : চলে গেলেন প্রবীণ রাজনৈতিক নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর রাম পেয়ারে রাম। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাছাড়া বয়সও হয়েছিল তার । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর পুত্রের। মানসিকভাবে বিপর্যস্তও ছিলেন তিনি। তার পুত্র সময় তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুত্র শোক কাটিয়ে উঠতে পারেননি রাম পেয়ারে রাম।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সোমবার থেকে তার অসুস্থতা বাড়ে ও বুকের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। বাড়ি আর ফিরতে পারলেন না বর্ষীয়ান রাজনৈতিক নেতা।

আরও পড়ুন : বাকিবুরের থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন জ্যোতিপ্রিয়, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

রাম পেয়ারে রামের রাজনৈতিক জীবন অত্যন্ত দীর্ঘ এবং সফল। কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। চলতি সময়কাল ধরে একটানা এগারো বারের কাউন্সিলার নির্বাচিত হন রাম পেয়ারি রাম। তৃণমূলের যোগদানের  আগে ছিলেন কংগ্রেসে। কংগ্রেসের সাংসদ হয়েছিলেন তিনি। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে তিনি ও তাঁর স্ত্রী হেমা রাম ২০১১ সালে পরে তৃণমূলে যোগ দেন। ২০১১ সাল পর্যন্ত ৬ বারের বিধায়কও ছিলেন তিনি। প্রথমে কবিতীর্থ ও পরে বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন রাম পেয়ারে রাম। রাম পেয়ারে রামের প্রয়াণ বঙ্গের রাজনৈতিক একটি অধ্যায়ের অবসান।

আরও পড়ুন : তপন কান্দু খুনের মামলায় নয়া মোড়, জেলেই মৃত্যু হল এক অভিযুক্তের

 

About Post Author