Home » জয়নগরে শ্যুট আউট! নামাজ পড়তে যাওয়ার সময় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য

জয়নগরে শ্যুট আউট! নামাজ পড়তে যাওয়ার সময় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য

সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বর:  বগটুইয়ের ছায়া এবার জয়নগরে। কালীপুজোর পরের দিন সকালেই জয়নগরে শ্যুট আউট। মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল তৃণমূলের সভাপতির। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার বামনগাছি গ্রামের। মৃত ওই পঞ্চায়েতের সদস্যের নাম সইফুদ্দিন লস্কর। মৃতের স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের প্রধান বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন    কালীপুজোয় মানুষের ঢল বারাসাতে, সবচেয়ে বেশি লোক টানছে “আমরা সবাই”

জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন ওই তৃণমূল নেতা। সেসময়ই তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন সইফুদ্দিন। শ্যুট আউটের শব্দ শুনেই ছুটে আসেন স্থানীয়রা। গুলিবিদ্ধ অবস্থায় সাইফুদ্দিনকে জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার খবর পেয়েই হাসপাতালে যান বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। অন্যদিকে, এই ঘটনার পরই বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাঁটি গ্রামে একের পর এক বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন   উত্তরাখণ্ডে নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস! আটকে বহু শ্রমিক, চলছে উদ্ধারকাজ

সকাল থেকেই দাউদাউ করে জ্বলেছে গোটা গ্রাম। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। মজুত রাখা ধান ও ধানের গোলা জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাড়ি-ঘর, গাছপালা দোকান সব পুড়ে গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। যদিও ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত শাহারুল শেখকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। অন্য এক অভিযুক্তের গণধোলাইয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author