Home » চাঁদার জুলুমবাজদের হামলায় মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপারের

চাঁদার জুলুমবাজদের হামলায় মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপারের

সময় কলকাতা ডেস্ক,১৫ নভেম্বর : প্রশাসন চাঁদার জুলুমবাজি বন্ধ করার জন্য উদ্যোগী হলে কি হবে, চাঁদার জুলুমবাজদের হাতে আক্রান্ত হলেন খোদ জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ )।চাঁদার জুলুম ঠেকাতে মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপারের।অতিরিক্ত পুলিশ সুপারের আক্রান্ত হওয়ার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর,মঙ্গলবার রাতে ধূপগুড়ি থানার ধীরেন দোকান এলাকায় এশিয়ান হাইওয়েতে ঘটনাটি ঘটেছে। নেতাজি সংঘ ও পাঠাগারের একাংশ সদস্য পুলিশের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এ বিষয়ে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ধীরেন দোকান এলাকায় নেতাজি সংঘ ও পাঠাগারের পুজোর অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন ওই ক্লাবের একাংশ সদস্য এশিয়ান হাইওয়েতে গাড়ি থামিয়ে চাঁদা তুলছিল। যার জেরে সড়কে যানজট হয়। যানজটে আটকে যায় জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়ার গাড়ি। সুপারের নিরাপত্তারক্ষী গাড়ি থেকে নেমে বিষয়টি দেখতে গেলে যুবকরা তাঁর ওপর চড়াও হয়। নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়। বেগতিক বুঝে অতিরিক্ত পুলিশ সুপার নিজেই গাড়ি থেকে নেমে আসেন।

আরও অভিযোগ, সেই সময় আচমকাই যুবকের দল এএসপিকে পেছন থেকে মাথায় আঘাত করে। এতে পুলিশ কর্তার মাথা ফেটে গলগল করে রক্ত বের হতে থাকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকেরা এএসপির গাড়িতেও হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। র‍্যাফ ও পুলিশ বাহিনী নামানো হয়েছে এলাকায়। জলপাইগুড়ির  অতিরিক্ত পুলিশ সুপারের মাথা ফাটার ঘটনা প্রমাণ করছে চাঁদার জুলুম কমছে না এবং প্রশাসনও চাঁদার জুলুমবাজদের সামনে অসহায়।।

আরও পড়ুন উত্তরাখণ্ডের নির্মীয়মাণ সুড়ঙ্গ বিপর্যয়ে আটকে বাংলার ৩ শ্রমিক

About Post Author