Home » অর্জুন রণতুঙ্গার জয় শাহকে তোপ, শ্রীলঙ্কা সরকার ক্ষমাপ্রার্থনা করল

অর্জুন রণতুঙ্গার জয় শাহকে তোপ, শ্রীলঙ্কা সরকার ক্ষমাপ্রার্থনা করল

সময় কলকাতা ডেস্ক, ১৭ নভেম্বর : অবশেষে শ্রীলঙ্কা সরকার কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করল  অর্জুন রণতুঙ্গার জয় শাহকে নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে। শ্রীলঙ্কা সরকার আনুষ্ঠানিকভাবে প্রাক্তন অধিনায়ক অর্জুনা রণতুঙ্গার করা “হাস্যকর”মন্তব্যের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহের কাছে ক্ষমা চেয়েছে।

উল্লেখযোগ্যভাবে, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা একটি বিস্ময়কর  বক্তব্য পেশ করেছেন যেখানে শ্রীলঙ্কা ক্রিকেটের পতনের জন্য জয় শাহকে দায়ী করা হয়েছে। অর্জুন রণতুঙ্গার বিতর্কিত মন্তব্যকে ঘিরে কিছুটা তোলপাড় দেখা দিয়েছে ক্রিকেটের পাশাপাশি কূটনৈতিক স্তরেও।

“এসএলসি কর্মকর্তা এবং জয় শাহের মধ্যে সংযোগের কারণে, তারা (বিসিসিআই) ধারণা করছে যে তারা এসএলসিকে পদদলিত এবং নিয়ন্ত্রণ করতে পারে। জয় শাহ শ্রীলঙ্কা ক্রিকেট চালাচ্ছেন। জয় শাহের চাপের কারণে এসএলসি নষ্ট হয়ে যাচ্ছে। একজন ব্যক্তি
ভারতে বসে শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। সে কেবল তার বাবার কারণেই ক্ষমতাবান, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী,” রণতুঙ্গা বলেছিলেন।

শুক্রবার সংসদীয় অধিবেশন চলাকালীন, শ্রীলঙ্কা সরকারের দুই মন্ত্রী হারিন ফার্নান্দো এবং কাঞ্চনা উইজেসেকারা এই ঘটনার জন্য তাদের অনুশোচনা প্রকাশ করেছেন।তারা স্পষ্ট করেছেন যে,  শ্রীলঙ্কার প্রশাসকদের দায়বদ্ধতা ক্রিকেট বহির্ভূত সত্ত্বার চেয়ে বেশি রয়েছে ।”আমরা সরকার হিসাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের কাছে আমাদের দুঃখ প্রকাশ করছি। আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সেক্রেটারি বা অন্য দেশগুলোর দিকে হাত তুলতে পারি না, ” শ্রীলঙ্কা সরকার এমনটাই জানিয়েছে।

আরও পড়ুন  ICC World Cup 2023: রোহিত শর্মা বনাম প্যাট কামিন্সদের লড়াইয়ের সাক্ষী থাকতে আমন্ত্রণ অস্ট্রেলিয়ার প্রাধনমন্ত্রীকে, এছাড়াও কারা রয়েছেন রবিবারের অতিথি তালিকায়?

About Post Author