সময় কলকাতা ডেস্ক, ১৮ ডেস্ক: কয়লা পাচার মামলায় দিল্লি হাইকোর্টেও স্বস্তি পেলেন না রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ইডি যেন তাঁকে আর তলব না করে, সেই আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মলয় ঘটক। কিন্তু আদালত সাফ জানিয়ে দিল, তাঁকে এ ব্যাপারে রক্ষাকবচ দেওয়া যাবে না। আদালতের দাবি, কয়লা কাণ্ডে এখনও পর্যন্ত মোট ১২ বার তাঁকে তলব করা হলেও মন্ত্রীর হাজিরার সংখ্যা মাত্র ১! সেই কারণেই আরও বিপাকে আইনমন্ত্রী।
বেআইনি কয়লা পাচার মামলায় ২০২১ সালে নাম জড়িয়েছিল মলয়ের। সেই থেকে এখনও পর্যন্ত এই দু বছরে বাংলার আইনমন্ত্রীকে মোট ১২ বার তলব করেছে ইডি। দিল্লিতে ডেকে পাঠিয়ে তাঁকে জেরা করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তলব অগ্রাহ্য করে হাজিরা দেননি আইনমন্ত্রী। পরে তাঁকে সমনও পাঠানো হয়। এখনও পর্যন্ত মাত্র ১ বার ইডির মুখোমুখি হয়েছেন মলয়। হেনস্থার জন্যই তাঁকে কলকাতায় ইডির দফতর থাকা সত্ত্বেও দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে বলে বারবার দাবি করেছেন মন্ত্রী। ইডি যাতে তাঁকে দিল্লির বদলে কলকাতায় জিজ্ঞাসাবাদ করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মলয়। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ইসিআইআর খারিজ করে দেওয়ারও আবেদন জানিয়েছিলেন তিনি।
হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা সাফ জানিয়ে দিয়েছেন, ১২ বারের তলবে যেখানে মন্ত্রী মাত্র ১ বার সাড়া দিয়েছেন, সেখানে তাঁকে রক্ষাকবচ দেওয়া যাবে না। তবে আইনমন্ত্রীর অন্য আবেদনটি মেনে নিয়েছেন বিচারপতি। দিল্লি হাইকোর্টের গত ৫ সেপ্টেম্বরের রায় বহাল রেখেই বিচারপতি জানিয়েছেন, তলব করার ২৪ ঘণ্টা আগে নোটিস দিতে হবে মলয় ঘটককে। সেই নোটিসের কপি কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্য সচিবকে পাঠাতে হবে। সেই সঙ্গে ইডির তদন্তকারী আধিকারিকদের কাজে যাতে কোনওভাবে বাধা না পড়ে তা দেখতে হবে রাজ্যকে। অফিসারদের সুরক্ষার ব্যাপারটিও নিশ্চিত করতে হবে। মন্ত্রীর হাজিরার দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখতে হবে বলে জানিয়েছে আদালত।
More Stories
Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও
US Presidential Election: একে অন্যের বিরুদ্ধে তোপ, ট্রাম্প-কমলা বিতর্কসভায় উঠে এল কী কী বিষয়?
Mamata Banerjee: টলিপাড়ায় নারী নির্যাতন নিয়ে সরব অভিনেত্রী ঋতাভরী, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে