সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বরঃ এয়ারটেল গ্রাহকদের জন্য দারুণ সুখবর! জনপ্রিয়তার কথা মাথা রেখে গ্রাহকদের জন্য নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল। নতুন এই প্ল্যানের খরচ শুরু হচ্ছে ৮৩৯ টাকা থেকে এবং তা শেষ হচ্ছে ৯৯৯ টাকায়। নতুন প্রিপেড এই প্ল্যানগুলিতে আপনি আনলিমিটেড কলিং এর সঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড হাই স্পিড ডেটার সুবিধাও। সেইসঙ্গে পেয়ে যাবেন রোজ ১০০টি করে ফ্রি এসএমএস এর সুবিধাও। এক নজরে দেখে নেওয়া যাক প্ল্যানগুলি সম্পর্কে বাকি তথ্য-
আরও পড়ুন উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় শ্রমিকদের উদ্ধার করতে নয়া পরিকল্পনা কেন্দ্রের
৮৩৯ টাকার রিচার্জ প্ল্যান
৮৩৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিন ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন। সেইসঙ্গে ৮৪ দিনের বৈধ ভ্যালিডিটি পেয়ে যাবেন। একইসঙ্গে ব্যাবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস-এর সুবিধাও পাবেন। গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি ডিজনি+হটস্টারে তিনমাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান
৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিন ২.৫০ জিবি করে ডেটা পেয়ে যাবেন। সেইসঙ্গে ৮৪ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। একইসঙ্গে ব্যাবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস-এর সুবিধাও পাবেন। গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি ১৫টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
এছাড়াও এয়ারটেলের আরও দুটি রিচার্জ প্ল্যান রয়েছে। সেগুলি হল্ল-
৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান
আপনি যদি কম খরচে বেশি ডেটা সহ একটি প্ল্যান খোঁজেন, তাহলে এয়ারটেল-এর ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি কিনতে পারেন। কোম্পানি তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য ২৮ দিনের বৈধতা দেয়। এই প্ল্যানে আপনি অনেক সুবিধা পাবেন। প্ল্যানে আনলিমিটেড লোকাল কল, এসটিডি এবং রোমিং কল পাওয়া যায়। এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ এমএমএস পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হয়। হ্যালো টিউনস, উইঙ্ক মিউজিক, ক্যাশব্যাক অন ফাস্ট্যাগ পাবেন।
৫১৯ টাকার রিচার্জ প্ল্যান
৬০ দিনের রিচার্জ প্ল্যান কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনি এয়ারটেল-এর ৫১৯ টাকার রিচার্জ প্ল্যান নিতে পারেন। এই প্ল্যানে আপনি প্রতিদিন ১.৫ জিবি করে হাই স্পিড ডেটার সুবিধা পেয়ে যাবেন। সেইসঙ্গে পেয়ে যাবেন আনলিমিটেড কল এবং ১০০ টি করে ফ্রি এসএমএস-এর সুবিধাও।
More Stories
গ্রাহকদের জন্য ধামাকাদার রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও
হঠাৎ আপনার ফোনও কি বিকট আওয়াজে কেঁপে উঠেছে? জেনে নিন এই ইমার্জেন্সি অ্যালার্টের কারণ
সর্বসাধারণের জন্য চালু হয়ে গেল হাইস্পিড ব়্যাপিডএক্স ট্রেন ‘নমো ভারত’