Home » বিশ্বকাপে ফের চোকার্স ভারত, ফাইনাল হারের ৪ কারণ

বিশ্বকাপে ফের চোকার্স ভারত, ফাইনাল হারের ৪ কারণ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ নভেম্বর: ১৪০ কোটির স্বপ্ন ভেঙে চুরমার। অপ্রতিরোধ্য ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে হারিয়েছে অস্ট্রেলিয়া। ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অজিরা। রবিবাসরীয় ফাইনালে তাঁদের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি রোহিত বাহিনী। ঘরের মাঠে ধরাশায়ী হওয়ার শোক শুকাতে সময় লাগবে দেশবাসীর। তবে ফাইনাল হারের পিছনে শুধু যে অস্ট্রেলিয়ার কৃতিত্ব এমনটা নয়। ভারতের কিছু ভুলও রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ভুলে ডুবতে হল ভারতকে:

আরও পড়ুন    আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি, আমি প্যালেস্টাইনকে সমর্থন করি : বিরাট কোহলির ব্যাটিংয়ের সময় ভক্তের প্রবেশের চিত্র ভাইরাল

১) ওপেনারদের ব্যাটিং ব্যর্থতা: টসে জিতে প্রথমে ব্যাটিং করার পরিকল্পনা করেছিলেন ভারত অধিনায়ক। টসে হারলেও প্রথমে ব্যাট করার সুযোগ আসে ভারতের কাছে। তবে সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হলেন ভারতের দুই ওপেনার। দুরন্ত শুরু করেছিলেন রোহিত। তবে শুরুতেই উইকেট ছুঁড়ে দিয়ে এলেন গিল। বড় রান করতে পারতেন রোহিত। দুজন ওপেনারই আউট হলেন অনাকাঙ্ক্ষিত শট মারতে গিয়ে। রোহিত যখন আগ্রাসী ব্যাটিং করছেন, তখন গিলের উচিৎ ছিল ধরে খেলার। দুজনে আর একটু দায়িত্ব নিয়ে খেললে বড় রান করতে পারত ভারত।

২) লোয়ার মিডল অর্ডারের রান না পাওয়া: বিরাট শুরুটা খারাপ করেননি। তবে রোহিত ও শ্রেয়স কম সময়ের ব্যবধানে ফিরতে কিছুটা চাপে পড়ে যান। তাঁকে সঙ্গ দিয়েছিলেন রাহুল। তবে দুজনে খুব শ্লথ রান তুলতে থাকেন। ১০-১১ ওভারের ব্যবধানে একটি করে বাউন্ডারি আসছিল ভারতের। এখানেও ছোট রান নিয়ে রান স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন দুই ব্যাটার। অনেক ডট বল করছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। যা তাঁদের মনোবলকে অনেকটা বাড়িয়ে দেয়। বেশ কয়েকটা নিশ্চিত চার বাঁচিয়ে দেয় অস্ট্রেলিয়া। বিরাট আউট হওয়ার পর দায়িত্ব নেওয়ার কথা ছিল সূর্যকুমার যাদব বা রবীন্দ্র জাদেজার। তাঁরাও বড় রান করতে পারলেন না। এখানে টের পাওয়া গেল হার্দিকের অভাব। সূর্য কুমারকে এই দলে রাখার যৌক্তিকতা নিয়ে আবার প্রশ্ন উঠল।

৩) ফিল্ডিংয়ে অতিরিক্ত রান খরচ: রোহিতের ক্যাচ থেকে একাধিক নিশ্চিত বাউন্ডারি বাঁচানো। ফিল্ডিংয়ে কম করে ৪০-৫০ রান বাঁচিয়েছে অস্ট্রেলিয়া। সেখানে ভারতীয় ফিল্ডিংয়ে দেখা গিয়েছে গা ছাড়া মনোভাব। একাধিক বল পায়ের তলা থেকে গলালেন রাহুল। ক্যাচও ফেললেন কয়েকটা। ফলে মাত্র ২৪১ রান তাড়া করা আরও সহজ হয়ে যায় প্যাট কামিন্সদের জন্য।

৪) ভারতীয় বোলিংয়ে ছন্দপতন: কম রান তাড়া করতে নেমে দ্রুত ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ এবং স্টিভ স্মিথ। তারপর ম্যাচের রাশ নিজের হাতে নেওয়ার কথা ছিল ভারতীয় বোলারদের। বিশ্বকাপের বাকি অনেক ম্যাচে যা করেছেন বুমরা, শামি, সিরাজরা। পিচ থেকেও এক ফোঁটা সাহায্য মেলেনি।

About Post Author