স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ নভেম্বর: ইউরো কাপের বাছাই পর্বে অপ্রতিরোধ্য রোনালদোর পর্তুগাল। অপরাজিত থেকেই ইউরো খেলার যোগ্যতা অর্জন করল তাঁরা। দুরন্ত খেলে ইউরো খেলার যোগ্যতা অর্জন করেছে বেলজিয়ামও। জয় পেয়ে ইউরো কাপের যোগ্যতা অর্জন করেছে আর এক শক্তিশালী দল স্পেন। তবে সব থেকে উল্লেখযোগ্য প্রায় দুই দশকের বেশি সময় পর ইউরো কাপে যোগ্যতা অর্জন করল সার্বিয়া।
আরও পড়ুন উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় জারি উদ্ধারকাজ, সবরকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর
ইউরো কাপের বাছাই পর্বে মাঠে নেমেছিল ইউরোপের শক্তিশালী দেশগুলি। আলাদা আলাদা ম্যাচে মাঠে নামে পর্তুগাল, স্পেন, বেলজিয়াম। ‘এ’ গ্রুপের ম্যাচে জর্জিয়াকে হারিয়েছে স্প্যানিশরা। খেলার ফল স্পেনের পক্ষে ৩-১। মাত্র ৪ মিনিটের মাথায় লে নোরমামান্ডের গোলে এগিয়ে যায় স্পেন। যদিও খেলার ১০ তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় জর্জিয়া। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যায় স্পেন। গোল করেন ফেরান তোরেস। খেলার শেষ দিকে আত্মঘাতী গোল ব্যবধান বাড়িয়ে নেয় স্পেন। স্পেন জিতলেও চোট পেয়ে মাঝপথে মাঠ ছাড়তে হয় দলের তরুণ মিডফিল্ডার গাভিকে। এই জয়ের ফলে স্কটল্যান্ডকে পিছনে ফেলে গ্রুপের শীর্ষ জায়গা নিশ্চিত করেছে স্প্যানিশরা।
অন্যদিকে ‘এফ’ গ্রুপের ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে বেলজিয়াম। আজারবাইজানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন লুকাকুরা। একাই চার চারটি গোল করে ম্যাচের নায়ক বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু। এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে তার দেশের হয়ে করা প্রথম একটি ম্যাচে চার গোল। দেশের হয়ে ৮৩ টি গোলের মালিক হলেন এস রোমার এই ফুটবলার। বাকি গোলটি করেন লিও ট্রসা। প্রথামর্ধের ২৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আজারবাইজানের ফুটবলার এডি।
‘জে’ গ্রুপের ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা জিতেছে ২-০ গোলে। তাঁদের প্রতিপক্ষ ছিল আইসল্যান্ড। পর্তুগালের হয়ে গোল দুটি করেছেন ব্রুনো ফার্নান্ডেজ ও রিকার্ডো হোর্তা। এদিন গোল না পেলেও দ্বিতীয় গোলের পিছনে অবদান রয়েছে রোনাল্ডোর। জানুয়ারি থেকে দলের দায়িত্ব নেন রবার্তো মার্টিনেজ। তারপর থেকে একটিও ম্যাচ হারেনি পর্তুগাল। ইউরো বাছাই পর্বে পরপর দশ ম্যাচ জিতল তারা।
‘জি’ গ্রুপের শেষ ম্যাচে বুলগেরিয়ার বিরুদ্ধে ড্র করেছে সার্বিয়া। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ইউরো খেলার যোগ্যতাও অর্জন করেছে তাঁরা। প্রায় ২৩ বছর পর ইউরো খেলার যোগ্যতা অর্জন করল সার্বিয়া।
More Stories
Mohun Bagan: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ থেকে বাদ দেওয়া হল মোহনবাগানকে, কেন?
Women’s T20 World Cup: পাকিস্তানকে হারালেও সেমিফাইনালে ওঠার অঙ্ক এখনও জটিল হরমনপ্রীতদের
Premier League: মার্টিনেজের গ্লাভসে আটকে গেল ইউনাইটে়ড, মাদুয়েকের গোলে মুখরক্ষা চেলসির