Home » বাড়ির মধ্যে রমরমিয়ে চলছিল মধুচক্র কারবার, অভিযান চালিয়ে ২ যুবতী ও ১ যুবককে আটক করল পুলিশ…

বাড়ির মধ্যে রমরমিয়ে চলছিল মধুচক্র কারবার, অভিযান চালিয়ে ২ যুবতী ও ১ যুবককে আটক করল পুলিশ…

সময় কলকাতা ডেস্ক, ২০ নভেম্বর: এলাকার ভিতর লোকচক্ষুর আড়ালে চলছিল মধুচক্র (Honey Trap Racket)। পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ির ভেতরে রমরমিয়ে বসছিল আসর। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকলে সেই বাড়িতে অভিযান চালায় গঙ্গারামপুর থানার পুলিশ (Gangarampur Police Station)। অভিযান চালিয়ে মধুচক্র চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। পুলিশি অভিযানে হাতে না হাতে ধরা পড়ল ২ যুবতী ও ১ যুবক। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর (North Dinajpur) জেলার ফুলবাড়ী এলাকা-সহ গঙ্গারামপুরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। সোমবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

আরও পড়ুন:উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় জারি উদ্ধারকাজ, সবরকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, লোকচক্ষুর আড়ালে, পুলিশের চোখে ধুলো দিয়ে চলছিল এই কারবার। বেশ কয়েকটি গোপন সূত্র মারফত খবরটি পৌঁছয় গঙ্গারামপুর থানায়। সোমবার অনেকটা সিনেমার কায়দায় সেখানে হানা দেয় গঙ্গারামপুর থানার একটি দল। আচমকা হানার ফলও পায় পুলিশ। সেই বাড়ি থেকে হাতেনাহাতে ধরা পড়ে ২ যুবতী ও ১ যুবক। জানা গিয়েছে, ধৃত ২ যুবতী মুশিদাবাদ জেলার বাসিন্দা। সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর থানায়। সোমবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ধৃত ২ যুবতী-সহ সেই যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে। কত দিন ধরে চলছে এই মধুচক্রের আসর? এই চক্রের পিছনে আর কারা জড়িত রয়েছেন? তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর ফাঁড়ি থানার পুলিশ।

About Post Author