Home » ফিফার অ্যাকাডেমি উদ্বোধনে ভারতে কিংবদন্তী ফুটবল কোচ আর্সেন ওয়েঙ্গার

ফিফার অ্যাকাডেমি উদ্বোধনে ভারতে কিংবদন্তী ফুটবল কোচ আর্সেন ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ নভেম্বর: ভারতে পা রাখলেন কিংবদন্তী ফুটবল কোচ আর্সেন ওয়েঙ্গার (Arsene Wenger)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকালে ভারতে পৌঁছন আর্সেনালের প্রাক্তন কোচ। ফিফা  এআইএফএফর (AIFF) যৌথ উদ্যোগে এই অ্যাকাডেমি গড়ে তুলেছে ভারতে। সেই অ্যাকাডেমির উদ্বোধনেই এসেছেন আর্সেন ওয়েঙ্গার।  এছাড়াও তৃণমূল স্তর থেকে ফুটবলের প্রতিভা তুলে আনার ব্যাপারেও ভারতীয় ফুটবল বোর্ডকে পরামর্শ দেবেন তিনি। ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান আর্সেন ওয়েঙ্গার। আগামী ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ভারতে থাকছেন তিনি। সূত্রের খবর আইএসএল এবং আই লিগের সমস্ত ক্লাবের ফুটবল কর্তাদের সঙ্গেও দেখা করবেন ওয়েঙ্গার ও তাঁর দল।

বিশ্বজুড়ে ফুটবলের প্রসার ও জনপ্রিয়তা বাড়াতে বদ্ধ পরিকর আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। ফুটবলে পিছিয়ে থাকা বিভিন্ন দেশে প্রতিভা অন্বেষণ করে সেই প্রতিভার উন্নতি ঘটানোর জন্য নানারকম প্রকল্প গ্রহণ করা হয়েছে ফিফার পক্ষ থেকে। ফিফার সেই প্রকল্পের অন্তর্ভুক্ত ভারতের এই অ্যাকাডেমি। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এআইএফএফের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই অ্যাকাডেমি তৈরী করা হয়েছে। ভারত থেকে নয়া প্রতিভা তুলে আনতেই এই উদ্যোগ। সার্বিকভাবে লক্ষ্য ভারতীয় ফুটবলের উন্নতি সাধন। আগামী ১ নভেম্বর মঙ্গলবার হবে সেই অ্যাকাডেমির উদ্বোধন। ওড়িশার ভুবনেশ্বরে হবে এই অ্যাকাডেমি। ভারতের বিভিন্ন রাজ্য থেকে নতুন নতুন প্রতিভা তুলে আনাই মূল লক্ষ্য হবে এই অ্যাকাডেমির। এই অ্যাকাদেমির কোচ হিসেবে সার্জি আমেজকুয়া ফন্ত্রোডোনাকে নিয়োগ করেছে ফিফা। যিনি ভারতেই থাকছেন। ফুটবল প্রতিভাকে খুঁজে তাদের উন্নতি ঘটানোর কাজ করবেন তিনি।

আরও পড়ুন: EURO CUP 2024: ইউরো কাপে দুরন্ত খেলে যোগ্যতা অর্জন পর্তুগাল, স্পেন, বেলজিয়ামের

টানা ২২ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের হটসিটে ছিলেন আর্সেন ওয়েঙ্গার। ১৯৯৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত গানারদের হয়ে জিতেছেন ৩ টি প্রিমিয়র লিগ, ৭ টি এফএ কাপের শিরোপা। টানা ৪৯ টি ম্যাচে অপরাজিত থাকার নজির ও রয়েছে এই ফরাসী কোচের। তাঁর প্রশিক্ষণে খেলেছেন থিয়েরি অঁরি, প্যাট্রিক ভিয়েরা, চেক ফ্যাব্রেগাসের মত বিশ্বখ্যাত ফুটবল তারকারা। যাদের মধ্যে অনেকের পেশাদারী ফুটবল জীবন শুরু হয়েছিল তাঁর হাত ধরে। এই কিংবদন্তী কোচ ভারতীয় ফুটবলের উন্নয়নে কি ভূমিকা রাখেন সেটাই এখন দেখার।

About Post Author