স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ নভেম্বর: ইউক্রেনকে পিছনে ফেলে ইউরোর মূলপর্বে ইতালি। সি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ইউরোর মূলপর্বে যোগ্যতা অর্জন করল গতবারের ইউরোপ সেরারা। মূলপর্বে পৌঁছতে মঙ্গলবার ইউক্রেনের বিরুদ্ধে অন্তত ১ পয়েন্ট পেতে হত তাঁদের। গোটা ম্যাচে দাপট দেখিয়ে কাঙ্ক্ষিত গোলের সন্ধান পায়নি। তবে ড্র করে ইউরোর মূলপর্বের টিকিট নিশ্চিত করল ইতালি। এই গ্রুপের শীর্ষ দল হিসেবে মূলপর্বে আগেই চলে গিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার দুর্বল ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে আটকে গেল তাঁরা। ম্যাচের ফল ১-১।
আরও পড়ুন ফিফার অ্যাকাডেমি উদ্বোধনে ভারতে কিংবদন্তী ফুটবল কোচ আর্সেন ওয়েঙ্গার
আগামী বছর বসতে চলেছে ইউরো কাপের আসর। এবারে মোট প্রতিযোগীর সংখ্যা ২৪। আয়োজক দেশ হিসেবে জার্মানি সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়ে গিয়েছে। বাছাই পর্বের ১০ গ্রুপ থেকে প্রথম দুটি দল জায়গা করে নেবে প্রতিযোগিতার মূলপর্বে। বাকি ৩ টি দলকে যোগ্যতা অর্জন করতে হবে প্লে অফের মাধ্যমে। মঙ্গলবার রাতে বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেছিল ইউরোপের শক্তিশালী দলগুলি। এই গ্রুপ থেকে ইতিমধ্যে মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোন দল যোগ্যতা অর্জন করবে সেদিকে চোখ ছিল সকলের। লড়াইয়ে ছিল গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও ইউক্রেন। ৭ ম্যাচ খেলে দুটি দলের পয়েন্ট ছিল ১৩। তবে গোল পার্থক্য বা প্রথম সাক্ষাতে ইউক্রেনকে হারানোয় কিছুটা এগিয়ে ছিল ইতালি। গ্রুপের শেষ ম্যাচে সেই ইউক্রেনের বিরুদ্ধে ড্র করলেই মূলপর্বে যাওয়া নিশ্চিত করত আজুরি ব্রিগেড। তবে ইউক্রেনের বিরুদ্ধে ৩ পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই মাঠে নামে তাঁরা।
দেশে যুদ্ধ পরিস্থিতিতে নিজের দেশে হোম ম্যাচ খেলতে পারেনি ইউক্রেন। জার্মানির ক্লাব লেভারকুসেনের মাঠ বে অ্যারেনায় খেলতে হয়েছে তাঁদের।
খেলার শুরু থেকে দাপট দেখায় ইতালি। ইউক্রেনের রক্ষণে একের পর এক আক্রমণ চালাতে থাকে গতবারের ইউরো সেরারা। যদিও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আজুরী ব্রিগেড। তবে নিজেদের দূর্গ অক্ষত রাখতে সক্ষম হয় তাঁরা। খেলার শেষে রক্ষণের খোলস ছেড়ে পাল্টা আক্রমণ চালায় ইউক্রেন। কারণ জার্মানির টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে তাঁদের জিততেই হত। তবে গোলের সন্ধান তাঁরাও পায়নি। সংযুক্তি সময়ে মিখাইল মুদ্রিককে বক্সের মধ্যে ফাউল করেন ইতালির এক ডিফেন্ডার। তবে তাঁদের পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। ফলে ১ পয়েন্ট পেয়েই মূলপর্বে পৌঁছে গেল ইতালি। গ্রুপ শীর্ষে থেকে আগেই মূল প্রতিযোগিতায় খেলার যোগ্যতা আগেই অর্জন করে নিয়েছে ইংল্যান্ড। তবে মঙ্গলবার দুর্বল উত্তর ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে আটকে গেল তাঁরা। প্রথমার্ধের শেষে এগিয়ে গিয়েছিল ম্যাসেডোনিয়াই। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। গোলের সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় তাঁরা। গ্রুপ থেকে ২০ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকেই মূলপর্বের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড।
More Stories
UEFA CHAMPIONS LEAGUE: নজির স্লট ও সালাহর, চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ম্যাচে জয় লিভারপুলের
আর্থিক দূর্নীতির অভিযোগে এবার আজহারউদ্দিনকে তলব ইডির
Lionel Messi: মেসি-সুয়ারেজ যুগলবন্দী, দ্বিতীয় শিরোপা জয় ইন্টার মিয়ামির