Home » ‘ভারতীয় ফুটবল সোনার খনি…’ ভারতীয় ফুটবলের প্রশংসায় ওয়েঙ্গার

‘ভারতীয় ফুটবল সোনার খনি…’ ভারতীয় ফুটবলের প্রশংসায় ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ২১ নভেম্বর: বিশ্বকাপ এবং এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে ব্যস্ত সুনীল ছেত্রীরা। মঙ্গলবার কাতারের বিরুদ্ধে মাঠে নামবেন তাঁরা। তার ভারতীয় ফুটবলের প্রশংসায় শোনা গেল আর্সেন ওয়েঙ্গারের গলায়। ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের প্রাক্তন কোচ বলেছেন, ভারতীয় ফুটবল সোনার খনি।

আরও পড়ুন    ড্র করেও ইউরোর মূলপর্বে ইতালি, দুর্বল ম্যাসেডোনিয়ায় আটকে গেল ইংল্যান্ড

ফিফার অ্যাকাডেমির উদ্বোধন করতে সোমবার ভারতে এসেছেন ওয়েঙ্গার। ভারতীয় ফুটবল সংস্থার সঙ্গে যৌথভাবে এই অ্যাকাডেমি তৈরি করেছে ফিফা। ফিফার প্রতিভা অন্বেষণ দলের প্রধান ওয়েঙ্গার। সেই সূত্রে অ্যাকাডেমি উদ্বোধন করতে ভারতে এসেছেন তিনি। যুব ফুটবলের উন্নয়ন নিয়ে দীর্ঘক্ষণ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কথা হয় তাঁর। পাশাপাশি এআইএফএফ-ফিফা অ্যাকাডেমি নিয়েও কথা হয় দুজনের বলে সূত্রের খবর।

ভারতীয় ফুটবল সম্পর্কে ইতিবাচক কথাই শোনা গিয়েছে পোড়খাওয়া এই কোচের গলায়। তিনি বলেছেন, “এদেশের ফুটবলের উন্নয়ন করা শুধু লক্ষ্য নয়। পাশাপাশি ভারতকে বিশ্ব ফুটবলের মানচিত্রে জায়গা করে দেওয়া একমাত্র লক্ষ্য আমাদের। আমার আজকের এই কথাগুলিকে মনে রাখবেন সকলে। ভারত ও ভারতীয় ফুটবল নিয়ে আমি উচ্ছ্বসিত। আমার এটা ভেবে বিস্মিত লাগছে যে ১৪০ কোটির দেশ ফুটবল মানচিত্রে নেই। ভারতে গুণগত ফুটবলারের খামতি নেই। সুযোগ পেলে তাঁরা অসাধারণ হয়ে উঠতে পারে। আমরা আশাবাদী। এই দেশ ফুটবলের সোনার খনি। যা থেকে ফুটবলের সোনা উৎপন্ন করতে হবে।”

আরও পড়ুন   ঝোল বা ঝাল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পোস্ত চিকেন

প্রসঙ্গত, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকালে ভারতে পৌঁছন আর্সেনালের প্রাক্তন কোচ। ফিফা এআইএফএফর যৌথ উদ্যোগে এই অ্যাকাডেমি গড়ে তুলেছে ভারতে। সেই অ্যাকাডেমির উদ্বোধনেই এসেছেন আর্সেন ওয়েঙ্গার।আগামী ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ভারতে থাকছেন তিনি। আইএসএল এবং আই লিগের সমস্ত ক্লাবের ফুটবল কর্তাদের সঙ্গেও দেখা করবেন ওয়েঙ্গার ও তাঁর দল। তৃণমূল স্তর থেকে ফুটবলের প্রতিভা তুলে আনার ব্যাপারেও ভারতীয় ফুটবল বোর্ডকে পরামর্শ দেবেন তিনি।

টানা ২২ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের দায়িত্বে ছিলেন আর্সেন ওয়েঙ্গার। ১৯৯৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত গানারদের হয়ে জিতেছেন ৩ টি প্রিমিয়র লিগ, ৭ টি এফএ কাপের শিরোপা। টানা ৪৯ টি ম্যাচে অপরাজিত থাকার নজির ও রয়েছে এই ফরাসী কোচের। তাঁর প্রশিক্ষণে খেলেছেন থিয়েরি অঁরি, প্যাট্রিক ভিয়েরা, চেক ফ্যাব্রেগাসের মত বিশ্বখ্যাত ফুটবল তারকারা। যাদের মধ্যে অনেকের পেশাদারী ফুটবল জীবন শুরু হয়েছিল তাঁর হাত ধরে। এই কিংবদন্তী কোচ ভারতীয় ফুটবলের উন্নয়নে কি ভূমিকা রাখেন সেটাই এখন দেখার।

About Post Author