Home » সর্ষের মধ্যে ফেন্সিডিলের ভূত

সর্ষের মধ্যে ফেন্সিডিলের ভূত

ধীরাজ কুমার দাসঃ লক্ষ্যধিক টাকার পাচার রুখল দিনহাটা থানার পুলিশ।সর্ষের তেলবাহী ট্রাকে করে অবৈধ ভাবে নেশার দ্রব্য পাচার করা হচ্ছিল।পুলিশের প্রাথমিক অনুমান, ভিনরাজ্য থেকে এ রাজ্যে অবইধভাবে পাচার করা হচ্ছিল এই নেশার দ্রব্য। ইতিমধ্যেই পাচারকারীদের আটক করেছে পুলিশ।

সুত্রের খবর, দুষ্কৃতিরা তিনটি সর্ষের তেলবাহী গাড়ি করে ফেন্সিডিলের বোতল পাচার করছিল।গোপন সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে, হাতেনাতে পাচারকারীদের ধরে পুলিশ।সর্ষের তেলের ট্রাকে করে ওই ফেন্সিডিলের বোতল নিয়ে যাচ্ছিল ওই পাচারকারীরা।সেখানেই সর্ষের মধ্যে ভূত খুঁজে পায় পুলিশ। ট্রাকগুলির মধ্যে মোট ১৫ হাজার বোতল নেশা দ্রব্য উদ্ধার করে পুলিশ।যার আনুমানিক মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।

পুলিশ সুত্রে জানাগেছে, নেশাদ্রব্যবাহিত এই গাড়িটি দিনহাটার দিকে আসছিল। খবরপেয়েই, ঘটনাস্থলে হানা দেয় স্থানীয় পুলিশ ও এসটিএফ। পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় ওই ৫ অভিযুক্ত। জানাগেছে অভিযুক্তদের নাম হামিদুর হোসেন, হারাধন সিং, জিতেন্দ্র সিং, নাজির হোসেন, মেহেবুব আলম। এদের মধ্যে তিনজন দিনহাটার স্থানীয় বাসিন্দা, দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা। ফলে দেশব্যাপী এই চক্রান্ত চলছে কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইতিমধ্যেই ঘটনার পূর্ণতদন্ত শুরু করেছে পুলিশ।

About Post Author