Home » লোকাল ট্রেনের সময় বাড়ল আরও ৩ ঘন্টা, হাওড়া-শিয়ালদহ থেকে শেষ ট্রেন রাত ১০ টায়

লোকাল ট্রেনের সময় বাড়ল আরও ৩ ঘন্টা, হাওড়া-শিয়ালদহ থেকে শেষ ট্রেন রাত ১০ টায়

যে যাত্রীরা শেষ লোকাল ট্রেনের সময়সীমা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁরা আংশিক স্বস্তিতে। আপ-ডাউন লোকাল ট্রেনের সময়সীমা বাড়ানো হল আরো ৩ ঘন্টা। সন্ধ্যা ৭ টার পরিবর্তে রাত ১০ টা অবধি ট্রেন চালানোর অনুমতি দিল নবান্ন।

রবিবার নবান্নর তরফ থেকে জানানো হয়, সন্ধ্যা ৭ পর্যন্ত লোকাল ট্রেন চালানো যাবে। সেই মর্মেই সময়সূচি তৈরি করে রেল। এরপর বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল যাত্রীদের মধ্যে। অনেকে বিষয়টি নিয়ে ক্ষুব্ধও ছিলেন। তবে যাত্রীরা যাতে দুর্ভোগে না পড়েন, সেইজন্যই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। জানা গেছে, সোমবার থেকেই নয়া নির্দেশ কার্যকরী করতে হবে রেলকে।

ট্রেন সংক্রান্ত নির্দেশিকা পাওয়ার পর একাধিক প্রশ্ন চিহ্ন ছিল ট্রেন যাত্রীদের মধ্যে। গতকাল দুপুরে ট্রেন চালানো নিয়ে গাইডলাইন জানার পরেও শেষ ট্রেন কখন ও কোথা থেকে ছাড়বে তা নিয়ে ধোঁয়াশা ছিলই। প্রশ্ন ওঠে, ৭ টা বাজলেই কি মাঝপথে থেমে যাবে ট্রেনের চাকা? প্রান্তিক স্টেশন থেকে কখন শেষ ট্রেন ছাড়বে? ইত্যাদি।

সব মিলিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয় যাত্রীদের মধ্যে। হাওড়া স্টেশনে এনিয়ে বিক্ষোভও হয়। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী রাত ১০ টা অব্দি ট্রেন চলায় কিছুটা স্বস্তি মিলেছে বিক্ষুব্ধ করলেন যাত্রীদের। পাশাপাশি, ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু, ওই ‘৫০ শতাংশ’ নির্ধারণ করা হবে কিভাবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ফলে ট্রেন সংখ্যা বাড়ানোর মত নতুন আরো সিদ্ধান্ত গৃহীত হয় কিনা সেটাই দেখার।

About Post Author