সময় কলকাতা ডেস্কঃ ভারত সবসময়ই প্রতিবেশি দেশের প্রতি সংবেদনশীল।বিশ্বের প্রতিটি দেশ যখন করোনা মহামারিতে টালমাটাল তখন ভারত প্রতিবেশি দেশের কাছে হয়ে উঠেছিল মুস্কিল আসানের মত।সেই সময় ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল সহ অন্যান্য পড়শি দেশকে করোনার ভ্যাকসিন সহ জীবনদায়ী ওষুধ সহ চিকিৎসার সরঞ্জামও পাঠায় মানবিকতার নিদর্শন স্বরূপ।
আবারও মহামারির তৃতীয় ঢেউ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারত যুদ্ধ বিধ্বস্ত পড়শি দেশ আফগানিস্তানের মানুষের জন্য ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে দু’টন জীবন দায়ী ওষুধ সহ চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হল কাবুলের ইন্দিরা গান্ধী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে।এর আগেও আফগানিস্তানের সঙ্গে বিশেষ পারস্পারিক সম্পর্কের খাতিরে ভারত জীবনদায়ী ওষুধ স্বাস্থ্য পরিষেবার নানান সরঞ্জাম ও পাঁচ লাখ ভ্যাকসিন হস্তান্তর করেছিল আফগানিস্তানকে।
ভারতীয় বিদেশ মন্ত্রক সুত্রের খবর আগামী সপ্তাহে খাদ্যশস্য এবং স্বাস্থ্য পরিষেবার নানান জীবনদায়ী ওষুধপত্র ও অন্যান্য সরঞ্জাম পাঠানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি করোনা ভ্যাকসিনের আরও বেশ কিছু ডোজও পাঠানো হবে পরবর্তী সময়ে। এইভাবে ভারত-আফগানিস্তানের মধ্যে সম্পর্ক আরও সূদৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেছে বিদেশমন্ত্রক।
More Stories
বাংলাকে করিডর করে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা! কারা করছে?
চলমান ঐতিহ্য কলকাতার ট্রাম। ফিফা বিশ্বকাপে কানাডার ভ্যানকুভার সিটিতে চলবে কলকাতার দুটি ট্রাম!
ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণ! আহত ৬ জওয়ান*