Home » আমি নির্দোষ বলে গর্জে উঠলেন পরীমনি

আমি নির্দোষ বলে গর্জে উঠলেন পরীমনি

সময় কলকাতা ডেস্ক: আদালতের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন বাংলাদেশের অভিনেত্রী তথা মডেল পরীমনি। মাদক মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের আদালত।

বুধবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পরীমণি-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ১ ফেব্রুয়ারি। পরীমনি ছাড়াও এই মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দীপু ও কবীর হোসেন।

এদিন, ঢাকা মহানগরের সরকারি আইনজীবী আবদুল্লা আবু এই মামলার শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষ হওয়ার পর পরীমণি-সহ তিনজনের জামিন মঞ্জুর করেন বিচারক। তবে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে দেয় আদালত। চার্জ গঠনের সময় পরীমণিকে বিচারক প্রশ্ন করলে গর্জে ওঠেন অভিনেত্রী। তিনি দাবি করেন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণি-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর চলে জিজ্ঞাসাবাদ, তারপর নিষিদ্ধ মাদক কান্ডে গ্রেপ্তার করা হয় অভিনেত্রীকে।মাদক মামলায় গ্রেফতার হওয়ার প্রায় এক মাস কারাবন্দী থাকার পর গত ২০২১ এর ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান অভিনেত্রী।

About Post Author