বারাসাত গভার্মেন্ট কলেজে ভর্তির নামে একাধিক ছাত্রছাত্রীর সঙ্গে প্রতারনার অভিযোগ
বারাসাত গভর্মেন্ট কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে একাধিক ছাত্রছাত্রীর কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম সন্দীপ সরকার বারাসাতেরই বাসিন্দা।
সূত্রের খবর, অভিযুক্ত সন্দীপ সরকার ভুয়ো ভর্তির রেজিষ্ট্রেশনের নাম করে মোট ৫ জন ছাত্রছাত্রীর থেকে টাকা নিয়েছে।ভর্তির নামে, ছাত্রছাত্রীদের কারোর থেকে সে ১১ হাজার ৩০০, আবার কারোর কাছ থেকে ৬ হাজার টাকা নিয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি, সে তাদের ভর্তির যে নথি দিয়েছিল সেগুলোও ভুয়ো সেটা তারা পরবর্তীকালে জানতে পারে।
ইউনিয়নের বক্তব্য তারা এ বিষয়ে কিছু জানতনা। একজন প্রতারিত কলেজে এসে তাদের ভর্তির কাগজ দেখালে, তারা জানতে পারেন সেগুলি জাল নথি। বুধবার রাতেই, কলেজ কর্তৃপক্ষ বারাসত থানায় সন্দিপ সরকার নামের ওই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
বৃহস্পতিবার, প্রতারিত ছাত্র-ছাত্রীরা সংবাদমাধ্যমকে গোটা ঘটনার কথা জানায়। তারা জানিয়েছে, গোটা বছরটা নষ্টের ভয় পাচ্ছে তারা।তাদের পরিক্ষায় বসতে দেওয়া হবে কিনা এই নিয়ে তারা চিন্তিত। যদিও কলেজ কর্তৃপক্ষ-এ বিষয়ে এখনো মুখ খোলেনি।
অভিযুক্ত সন্দীপ সরকার বর্তমানে পলাতক। তার মোবাইল ফোন বন্ধ।ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।
More Stories
“ধর্মঘট তাই ডাক্তার নেই ” – কলকাতার একাধিক নামি সরকারি হাসপাতাল ঘুরে নার্সিংহোমে মৃত্যু যুবকের
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা