Home » শীতে কিভাবে ত্বকের যত্ন নেবেন তা নিয়ে দুশ্চিন্তা করছেন, রইল টিপস

শীতে কিভাবে ত্বকের যত্ন নেবেন তা নিয়ে দুশ্চিন্তা করছেন, রইল টিপস

শীতে কিভাবে ত্বকের যত্ন নেবেন তা নিয়ে দুশ্চিন্তা করছেন, রইল টিপস

সময় কলকাতা ডেস্ক : বেশ জাঁকিয়েই পড়েছে শীত। হিমেল ও শুষ্ক হাওয়া বইতে শুরু করেছে। এই সময় ত্বকের রুক্ষতা বেড়ে যায় কয়েকগুণ। এছাড়াও থাকে ত্বক ফাটার সমস্যা, নানা চর্মরোগ। এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় পা ও ঠোঁটে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তবেই শীতেও ত্বক থাকবে ঝকঝকে, মসৃণ। রুক্ষ ত্বকের যত্ন দেওয়ার কয়েকটি উপায় দেখে নিন-

শীতের শুরুতেই ত্বকে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে যাতে তেলের পরিমাণ অনেক বেশি থাকে। সেই সঙ্গে রাতে যে নাইট ক্রিম ব্যবহার করবেন তা-ও যেন ওই রকম হয়। কারণ, এসব ক্রিম ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে।

অনেকেই মনে করেন শীতকালে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই। কিন্তু শীত হোক কিংবা গ্রীষ্ম, রোদ সব সময় ত্বকের জন্য ক্ষতিকর। তাই শীতেও বাইরে বের হওয়ার অন্তত ৩০ মিনিট আগে মুখে, হাত ও পায়ে সানস্ক্রিন লাগিয়ে নিন।

মুখের ত্বকের যত্ন নিয়ে মানুষ যতটা ভাবেন অনেক সময় হাতের যত্নের বিষয়ে ততটা দেখা যায় না। যদিও হাতের ত্বক শীতকালে অনেক বেশি রুক্ষ হয়ে পড়ে। বিশেষ করে যাঁদের বারবার হাত ধুতে হয়, তাঁরা এই সমস্যায় বেশি ভোগেন। এ সময় হাতে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে।

শীতে পায়ে মোজা পরে থাকার বিকল্প নেই। এতে পায়ের ত্বক ঝকঝকে, মসৃণ থাকে। এ ছাড়া শীতের সময় পেট্রোলিয়াম জেলি কিংবা গ্লিসারিন দিয়ে পায়ের ত্বকে ম্যাসাজ করলে উপকার পেতে পারেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু ত্বকের যত্ন নিন। তাহলে প্রবল শীতেও আপনার ত্বক থাকবে সুন্দর, উজ্জ্বল এবং ঝকঝকে।

About Post Author