Home » সপ্তাহে চারদিন ব্যারাকপুর পৌরসভা এলাকার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যারাকপুর পুরসভার

সপ্তাহে চারদিন ব্যারাকপুর পৌরসভা এলাকার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যারাকপুর পুরসভার

রাজ্যে করোনা আক্রান্তের নিরিখে উত্তর ২৪ পরগনা সবার উপরে। প্রত্যেকদিন  আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারনে ব্যারাকপুর মহকুমা প্রশাসন এর আগেও কন্টেইনমেন্ট জোন ভাগ করে দিয়েছিল ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলকে। এবার এই বাড়বাড়ন্তের  পরিস্থিতির কথা মাথায় রেখে কঠোর পদক্ষেপ নিল ব্যারাকপুর পুরসভা। এবার থেকে সপ্তাহে চারদিন ব্যারাকপুর পৌরসভা এলাকার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল পৌরসভার পক্ষ থেকে।

ব্যারাকপুরে বর্তমান করোনা রোগীর সংখ্যা দেখে ১৫ দিন অর্থাৎ দুই সপ্তাহের জন্য ব্যারাকপুর সমস্ত বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। শুক্রবার  দুপুরে ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন সরকারি আধিকারিক ও হেলথ অফিসার একত্রিত হয়ে মিটিং করে সিদ্ধান্ত নেয় যে সোমবার বুধবার ও শুক্রবার খোলা থাকবে বাজার এবং সপ্তাহের বাকি চার দিন  বন্ধ থাকবে, তবে সমস্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকান খোলা থাকবে সঙ্গে মিষ্টির দোকানও ।

এই পুরো সিদ্ধান্ত নিয়ে ব্যারাকপুর পৌরসভা মুখ্য প্রশাসক উত্তম দাস জানান। ব্যারাকপুর পুরসভার এক্তিয়ারে যে কটি সেফ হোম আছে সে কটি তৈরি আছে।দরকার পড়লে বেসরকারি হাসপাতালের সহযোগিতাও আমরা নেব। তবে পুরসভার এক্তিয়ারে ৪ টি ও অন্যান্য বাজার আছে ৪ টি, মোট ৮ টি বাজারই বন্ধ রাখা হবে সপ্তাহে ৪ দিন।

About Post Author